fbpx
হোম আন্তর্জাতিক দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে সমলিঙ্গ বিয়ের স্বীকৃতি
দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে সমলিঙ্গ বিয়ের স্বীকৃতি

দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে সমলিঙ্গ বিয়ের স্বীকৃতি

0

অবশেষে সমলিঙ্গ বিয়ের আইনি স্বীকৃতি পেতে চলেছে দক্ষিণ আমেরিকার দেশ চিলি। দেশটির কংগ্রেসে বিপুল ভোটে পাস হয়েছে এই বিল। সবার সমান অধিকার নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, চিলির সিনেট ও নিম্নকক্ষ দুই জায়গাতেই বিপুল ভোটে এই বিল পাস হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছে, এর ফলে চিলিতে সমলিঙ্গ বিয়ে নিয়ে দীর্ঘদিনের দাবিপূরণ হলো।

ভোটাভুটির পরে চিলির সামাজিক উন্নয়নমন্ত্রী কার্লা রুবিলার বলেছেন, ‘সমানাধিকার ও ন্যায়বিচার দেওয়ার ক্ষেত্রে আমরা আরও এক পা এগোতে পারলাম।’

পাস হওয়া বিলে বলা হয়েছে, যারা সমলিঙ্গে বিয়ে করবেন, এখন থেকে তারা ভিন্ন লিঙ্গে বিয়ে করা দম্পতির সমান অধিকার পাবেন। সমলিঙ্গে বিয়ে করলে যদি তাদের আগে বাচ্চা থাকে, তাহলে তারাও আইনি স্বীকৃতি পাবে।

চিলির পাশাপাশি আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, কোস্টারিকা, উরুগুয়ের মতো ২০টিরও বেশি দেশে সমলিঙ্গ বিয়ে আগে থেকেই আইনসঙ্গত।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *