fbpx
হোম আন্তর্জাতিক তালেবানদের জন্য ৬০০ মিলিয়ন ডলার চেয়েছে জাতিসংঘ
তালেবানদের  জন্য ৬০০ মিলিয়ন ডলার চেয়েছে জাতিসংঘ

তালেবানদের জন্য ৬০০ মিলিয়ন ডলার চেয়েছে জাতিসংঘ

0

বড় ধরনের মানবিক সংকটের মুখোমুখি আফগানিস্তান। এমতাবস্থায় সেটি এড়াতে ৬০০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা চায় জাতিসংঘ। খবর প্রকাশ করেছে বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, সেই লক্ষ্যে সোমবার (১৩ সেপ্টেম্বর) সুইজারল্যান্ডের জেনেভায় একটি সভার আয়োজন করেছে বিশ্ব সংস্থাটি।

তালেবানরা ক্ষমতা দখল করার আগে থেকেই আফগানিস্তানের প্রায় অর্ধেক জনসংখ্যা বা ১ কোটি ৮০ লাখ মানুষ আন্তর্জাতিক সহায়তার ওপর নির্ভরশীল ছিল। এখন সেটি আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘসহ বিভিন্ন সাহায্য সংস্থার কর্মকর্তারা।

পূর্ববতি সরকারের শাসনামলে কয়েক’শ কোটি ডলার বিদেশি সহায়তা পেয়ে আসছিল যুদ্ধবিধ্বস্ত দেশটি। কিন্তু তালেবান ক্ষমতায় আসায় সবকিছু হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। এমন পরিস্থিতিতে জাতিসংঘের বিভিন্ন কর্মসূচির ওপর চাপ বেড়েছে।

গত শুক্রবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, সংস্থাটি বর্তমানে আর্থিক সংকটে রয়েছে এবং এ কারণে আফগানিস্তানে কর্মীদের বেতন পর্যন্ত দেওয়া সম্ভব হচ্ছে না।

জাতিসংঘ জানিয়েছে, সোমবার বৈঠকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ৬০০ মিলিয়ন মার্কিন ডলার অর্থ সহায়তা চাওয়া হয়েছে। যার এক-তৃতীয়াংশ চলে যাবে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচিতে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *