fbpx
হোম আন্তর্জাতিক তালেবানকে ব্যাপক সহায়তা দিচ্ছে আরব আমিরাত
তালেবানকে ব্যাপক সহায়তা দিচ্ছে আরব আমিরাত

তালেবানকে ব্যাপক সহায়তা দিচ্ছে আরব আমিরাত

0

তালেবান আফগানিস্তানের রাষ্ট্রক্ষমতা দখলের পর কাবুলে বিভিন্ন ধরনের সহায়তা দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। মুসলিমবিশ্বের অন্যতম শীর্ষ সমৃদ্ধ দেশ ‘সংযুক্ত আরব আমিরাত’ যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠতম মিত্র। কাতার, কুয়েত ও বাহরাইনের পাশাপাশি এই দেশটিও যুক্তরাষ্ট্রকে কাবুল থেকে সেনা ও আফগান জনগণকে সরিয়ে নিতে সহায়তা করেছে।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বিমানবন্দর নিরাপত্তা ও ব্যবস্থাপনা সংস্থার আঞ্চলিক পরিচালক সাইফ ইব্রাহিম মোয়ারাফি বলেন, গত ৩ সেপ্টেম্বর থেকে আরব আমিরাত সরকার আফগানিস্তানে মানবিক সহায়তার জন্য ‘এয়ার ব্রিজ’ স্থাপন করেছে।
তিনি বলেন, সেই থেকে এখন পর্যন্ত আমরা দৈনিক ১১টি ফ্লাইট গ্রহণ করছি, ২৫৫ টন খাদ্য ও মেডিকেল সহায়তা পরিচালনা করেছি।
শনিবারও সংযুক্ত আরব আমিরাতের দুইটি বিমান আফগানিস্তানে মেডিকেল, রান্নার তেল, পাওডার মিল্কসহ খাদ্য প্যাকেজ আনলোড করে।
তালেবানের ক্ষমতা দখলের পর আফগানিস্তান থেকে যে ১ লাখ ২০ হাজার মানুষ পালিয়েছে তার দুই তৃতীয়াংশ সংযুক্ত আরব আমিরাত ও কাতারে অবতরণ করে। সেখান থেকে তারা যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে যায়।
উপসাগরীয় অঞ্চলগুলোর মধ্যে সবেচেয়ে বেশি মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে কাতারে। এই দেশটি তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে যাচ্ছে।
তালেবান আফগানিস্তানের ক্ষমতায় ফেরার পর যুক্তরাষ্ট্রসহ অধিকাংশ দেশ কাবুল থেকে দূতাবাস কাতারে স্থানান্তরিত করেছে।
১৯৯৬-২০০১ সালে তালেবান সরকারকে যে তিনটি দেশ স্বীকৃতি দিয়েছিল তার অন্যতম ছিল সংযুক্ত আমিরাত। আফগানিস্তানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আশরাফ গনি কাবুল থেকে পালিয়ে সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নিয়েছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *