fbpx
হোম আন্তর্জাতিক ডেনমার্কে পড়াশোনা ও চাকরি এখন আরো সহজ
ডেনমার্কে পড়াশোনা ও চাকরি এখন আরো সহজ

ডেনমার্কে পড়াশোনা ও চাকরি এখন আরো সহজ

0

পৃথিবীর বিভিন্ন দেশের অভিবাসন আইন সহজ করা দেশগুলোর তালিকায় সর্বশেষ সংযোজন ডেনমার্ক। ইউরোপীয় ইউনিয়নভুক্ত নয় এমন দেশের নাগরিকদের জন্য সেখানে চাকরি পাওয়া সহজ করে দিয়েছে।

বিদেশিদের জন্য আরো বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করা, শ্রম পারমিটের সুযোগ প্রশস্ত করাসহ বিভিন্নভাবে সেখানকার কোম্পানিগুলোতে বিদেশি কর্মীদের নিয়োগ সহজ করছে স্ক্যান্ডিনেভিয়ান দেশটি। এর পাশাপাশি ডেনমার্কে পড়াশোনা করা বিদেশি শিক্ষার্থীদের জন্যও সুখবর আছে। বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নেয়ার পর চাকরি খোঁজার সময় বাড়ানোর উদ্যোগ নিয়েছে দেশটি।

২৩ মার্চ সেখানকার সংসদে পাশ হওয়া ডেনিশ অ্যালিয়েনস অ্যাক্ট নামের অধ্যাদেশ ১ এপ্রিল থেকে কার্যকর হবে।

কর্মী সংকট-
ইউরোপের বিভিন্ন দেশের মতো কর্মী সংকটে ভুগছে ডেনমার্ক। ইউরোপিয়ান কমিশনের দেওয়া তথ্যে জানা যায়, ২০২২ সালের প্রথম তিন মাসে ডেনমার্কের ৪২ শতাংশ কোম্পানি কর্মী সংগ্রহে চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার কথা জানিয়েছে। জানুয়ারির ১ তারিখ উচ্চ শিক্ষা সম্পন্ন মানুষ ও দক্ষ কর্মীর তালিকা হালনাগাদ করেছে ডেনমার্ক। এই দুই তালিকায়ই দেশে যেসব পেশায় কর্মী সংকট আছে সেগুলোর কথা উল্লেখ করা হয়েছে।

আপনাকে যদি এ তালিকার কোনো একটি চাকরির প্রস্তাব দেওয়া হয় তবে ডেনিস নাগরিকত্ব ও কাজের পারমিটের জন্য আবেদন করতে পারবেন।

ডেনমার্কে বিজ্ঞান, প্রকৌশল, স্বাস্থ্যসেবা, আইটি, ফাইন্যান্স, শিক্ষকতা বিষয়ে কর্মীর সংকট আছে। এসব বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের জন্য চাকরির ভালো সুযোগ আছে। এ তালিকায় পরা বিভিন্ন চাকরির জন্য আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতার সনদ (সাধারণত স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি) দাখিল করতে হয়।

দক্ষ কর্মীর তালিকায় জোড় দেওয়া হয়েছে বিজ্ঞান ও প্রকৌশল, ব্যবসা প্রশাসন, সমাজসেবা, হিসাবরক্ষণ ইত্যাদি বিষয়ে অ্যাসোসিয়েট প্রফেশনালস ও ক্লার্কের মতো পেশার বিষয়ে। যন্ত্রপাতি, দালানকোঠা ও বাণিজ্যসংশ্লিষ্ট বিভিন্ন পেশাও পড়েছে তালিকায়।

এমনিতে এ ধরনের তালিকা বছরে দুইবার হালনাগাদ হয়। তবে নতুন নিয়মে ছয় মাসের বদলে দুই বছর তালিকায় বহাল থাকবে এ পেশাগুলো।

কীভাবে বিদেশিদের কাজ করা সহজ করছে ডেনমার্ক-
বিদেশিরা যেসব চাকরির জন্য আবেদন করতে পারবেন তার তালিকা বিস্তৃত করার পাশাপাশি ডেনমার্ক থার্ড কান্ট্রির (ইউরোপীয় ইউনিয়নভুক্ত নয় কিংবা যেসব দেশের নাগরিকেরা সেখানকার দেশগুলোর মতো সুবিধা ভোগ করে না) নাগরিকদের নিয়োগের রাস্তা সহজ করছে কোম্পানিগুলোর জন্য।

এদিকে বেতনের সর্বনিম্ন সীমা কমিয়ে দেওয়া হচ্ছে যেন বিদেশি নাগরিকদের জন্য বেশি চাকরি উন্মুক্ত হয়। নতুন সীমা অনুসারে অন্তত বার্ষিক ৩ লাখ ৭৫ হাজার ডেনিস ক্রোন (৫০ হাজার ৩৪৪ ইউরো বা ৫৮ লাখ ৪৪ হাজার টাকা) আয় করা বিদেশি নাগরিকেরা কাজের ও চাকরির পারমিটের জন্য আবেদন করতে পারবেন। বর্তমানে এ সীমা ৪ লাখ ৬৫ হাজার ডেনিস ক্রোন (৬২ হাজার ৪৩৪ ইউরো বা ৭২ লাখ ৪৭ হাজার টাকা)।

যেসব ডেনিস কোম্পানি বিদেশি নাগরিকদের চাকরিতে নিয়োগ করতে চান তারা ফার্স্ট-ট্র্যাক সার্টিফিকেশন বা প্রত্যয়নপত্রের জন্য আবেদন করতে পারবেন। এতে চাকরির পারমিট প্রক্রিয়া তাড়াতাড়ি করার সুযোগ হবে তাদের। তেমনি কর্মীদের জন্য নিয়ম-নীতি আরো সহজ করতে পারবেন।

এতদিন পর্যন্ত যেসব কোম্পানির ২০ জন পূর্ণকালীন কর্মী আছে তারা এ প্রত্যয়নের জন্য আবেদন করতে পারলেও এ সংখ্যাটি এবার নেমে আসছে ১০-এ। অর্থাৎ নতুন নতুন কোম্পানির আবেদনের সুযোগ হবে।

এদিকে বিদেশি নাগরিকদের জন্য স্টার্ট আপ স্কিমও সম্প্রসারিত করতে যাচ্ছে দেশটি। এখন এটি শুধুমাত্র দেশটিতে নতুন ব্যবসা শুরু করতে চলেছেন এমন উদ্যোক্তাদের জন্য এটি উন্মুক্ত আছে। ১ এপ্রিল থেকে ডেনমার্কে এরই মধ্যে যাদের ব্যবসা আছে তাদের পাশাপাশি যাদের দেশটির বাইরে ব্যবসা আছে এবং ডেনমার্কে শাখা খুলতে আগ্রহী তাদের জন্য এটি সম্প্রসারিত হবে।

বিদেশি ছাত্রদের জন্য সুযোগ তৈরি হচ্ছে
পড়ালেখা শেষে ডেনমার্কের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়া শিক্ষার্থীদের দেশটিতে থাকতেও উৎসাহিত করা হচ্ছে। স্নাতক শেষে চাকরি খোঁজার জন্য স্বয়ংক্রিয়ভাবে তিন বছর চাকরি খোঁজার সময় পেয়ে যাবেন তারা। এ সময়ের মধ্যে আলাদাভাবে বসবাসের জন্য পারমিট নেওয়া ছাড়াই চাকরির খোঁজ করার পাশাপাশি দেশটিতে বাস করতে পারবেন তারা। বর্তমানে স্নাতক সম্পন্ন করার পর একজন বিদেশি নাগরিক দুই বছর থাকতে পারেন।

 

 

সূত্র: ইউরো নিউজ

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *