fbpx
হোম জাতীয় ডেঙ্গু রোগী এক লাখ ছুঁইছুঁই
ডেঙ্গু রোগী এক লাখ ছুঁইছুঁই

ডেঙ্গু রোগী এক লাখ ছুঁইছুঁই

0

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ১৩৪ জন। ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৯৯ হাজার ৯৯৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে গত এক দিনে মারা গেছেন ১০ জন। এ নিয়ে সরকারি হিসাবে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু ৪৭৬ জনে পৌঁছালো।রবিবার (২০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া বুলেটিং থেকে এ তথ্য জানা যায়। এর আগে ২০১৯ সালে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক ১ লাখ ১ হাজার ৩৫৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৭৩৮ জন ঢাকার এবং ঢাকার বাইরে ১ হাজার ২৪৫ জন। সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৭ হাজার ৫৮২ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই ৩ হাজার ৫৩২ জন, আর বাকি ৪ হাজার ৫০ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।
এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর ছাড়া পেয়েছেন ৯১ হাজার ৯৩৬ জন।

 

 

 

 

 

 

ইত্তেফাক

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *