fbpx
হোম জাতীয় টিএসসিতে গাছ পড়ে রিকশাচালকের মৃত্যু, আহত ২ শিক্ষার্থী
টিএসসিতে গাছ পড়ে রিকশাচালকের মৃত্যু, আহত ২ শিক্ষার্থী

টিএসসিতে গাছ পড়ে রিকশাচালকের মৃত্যু, আহত ২ শিক্ষার্থী

0

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বুদ্ধ নারিকেল গাছের একটি অংশ ভেঙ্গে পড়ে একজন রিকশা চালক নিহত হয়েছেন। গাছ পড়ে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। মৃত্যুর বিষয়টি ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া নিশ্চিত করেছেন। আহত হয়েছেন আরও দুই শিক্ষার্থী। নিহতের নাম শফিকুল ইসলাম।
আহত দুজনের নাম ওয়াহিদা আক্তার ও সাইফুল ইসলাম। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেলের পর বৃষ্টির মধ্যে টিএসসিতে এ ঘটনা ঘটে। আহত দুই শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বাচ্চু মিয়া বলেন, আজ বিকেলে বৃষ্টির মধ্যে টিএসসিতে একটি বড় গাছ ভেঙে রাস্তার ওপরে পড়ে। এ সময় নিচ দিয়ে একটি রিকশা যাচ্ছিল। গাছটি ভেঙে রিকশার ওপর পড়লে দুজন যাত্রীসহ চালক আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢামেকে নিয়ে এলে রিকশাচালককে মৃত ঘোষণা করা হয়। আহত যাত্রী দুজন শিক্ষার্থী। তারা চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শী জানান, ‘বৃষ্টি শুরু হওয়ার পর যখন বাতাস হচ্ছিল তখনি গাছের ওপরের দিকের অংশ হতে গাছের বড় একটি অংশ ভেঙে পরে। এসময় একটি রিকশা বৃষ্টি শুরু হওয়ায় তার যাত্রীকে প্লাস্টিক দিতে এখানে এসে দাড়ালেই গাছের অংশটি ভেঙে পরে এবং তিনি মারাত্মক আহত হন।’
ঢামেকের জরুরি বিভাগ থেকে জানা গেছে, বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় রিকশাচালককে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পৌনে ছয়টার দিকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীও আহত হয়েছেন বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান। আহত শিক্ষার্থীর নাম ওহিদা। তিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের তৃতীয় বর্ষ ও শামসুন্নাহার হলের আবাসিক শিক্ষার্থী। তবে তিনি গুরুতর আহত হননি বলে জানান প্রক্টর।
গাছটি ঝুঁকিপূর্ণের তালিকায় ছিলনা বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বৃক্ষ সংরক্ষণের দায়িত্বে থাকা গবেষণা প্রতিষ্ঠান আরবরি কালচারের পরিচালক অধ্যাপক ড. মিহির লাল সাহা। তিনি বলেন, ‘গাছটির গোড়া ভালোই ছিলো আমরা দেখেছি। নিয়মিত ঝুঁকিপূর্ণ গাছ আমরা অপসারণ করছি। আমরা যখনই ঝুঁকিপূর্ণ গাছের ব্যাপারে চিঠি পাই তা কাল বিলম্ব না করে অপসারণ করে নেই। কিন্তু এটার ব্যাপারে এমন কোন ইনফরমেশন পাইনি।’

 

 

 

 

ইত্তেফাক

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *