fbpx
হোম রাজনীতি জামায়াতের মঙ্গলবারের সমাবেশ স্থগিত, শুক্রবার করার ঘোষণা
জামায়াতের মঙ্গলবারের সমাবেশ স্থগিত, শুক্রবার করার ঘোষণা

জামায়াতের মঙ্গলবারের সমাবেশ স্থগিত, শুক্রবার করার ঘোষণা

0

অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ গ্রেপ্তার নেতাকর্মী ও আলেম-ওলামাদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ কর্মসূচির দেয় জামায়াত। সমাবেশের অনুমতি না পেয়ে মঙ্গলবারের (১ আগস্ট) সমাবেশ স্থগিত করা রয়েছে। তবে ৪ আগস্ট (শুক্রবার) রাজধানীতে শান্তিপূর্ণ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল।
ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন নুরুল ইসলাম বুলবুল।
তিনি বলেন, আমরা সংঘাত-সংঘর্ষ চাই না। নগরবাসীকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি বাস্তবায়ন করতে চাই। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই সংঘাত এড়াতে আজকের কর্মসূচি স্থগিত করে আগামী শুক্রবার রাজধানীতে পুনরায় শান্তিপূর্ণ সমাবেশের কর্মসূচি ঘোষণা করছি। আমরা আশা করি, পুলিশ প্রশাসন এ ব্যাপারে সহযোগিতা করবে।
সংবিধান ও গণতন্ত্র বিরোধী কর্মকাণ্ড থেকে পুলিশকে বিরত থাকার জন্য আহ্বান জানিয়ে নূরুল ইসলাম বুলবুল বলেন, কোনো দল বিশেষ নয়, দেশ ও জনগণের পক্ষে কাজ করুন।

 

 

 

 

 

 

ইত্তেফাক

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *