fbpx
হোম রাজনীতি জামায়াতের আমির ও সেক্রেটারিসহ ৯৬ জনের বিচার শুরু
জামায়াতের আমির ও সেক্রেটারিসহ ৯৬ জনের বিচার শুরু

জামায়াতের আমির ও সেক্রেটারিসহ ৯৬ জনের বিচার শুরু

0

নাশকতার অভিযোগে করা মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও কেন্দ্রীয় সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ারসহ দলটির ৯৬ জন নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে ২০১২ সালে রাজধানীর মতিঝিল থানায় দায়ের করা এই মামলায় তাদের বিচার শুরু হলো।
বুধবার (২৩ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম আসামিদের মামলা থেকে অব্যাহতির আবেদন নাকচ করে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান হিরণ বিষয়টি নিশ্চিত করেন।
আদালত সূত্র জানিয়েছে, আসামিদের পক্ষে অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন ও আব্দুর রাজ্জাকসহ কয়েকজন আইনজীবী শুনানি করেন। শুনানিতে তারা বলেন, একই দিনের ঘটনায় আসামিদের বিরুদ্ধে চারটি মামলা দায়ের করা হয়। এ সময় তারা শফিকুর রহমান ও গোলাম পাওয়ারসহ আসামিদের মামলা থেকে অব্যাহতির প্রার্থনা করেন।
অপরদিকে, রাষ্ট্রপক্ষের সিএমএম আদালতের সহকারী প্রসিকিউটর হেমায়েত উদ্দিন খান হিরণ অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আর্জি জানান।
পরে আদালত অব্যাহতির আবেদন নামঞ্জুর করে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন।
মামলার সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৫ নভেম্বর জামায়াত-শিবিরের ২০০ থেকে ৩০০ নেতা-কর্মী বেআইনিভাবে দলবদ্ধ হয়ে দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরি ও আটক শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে তারা এ ধরনের কাজ করে। দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগসহ ব্যাপক ক্ষয়ক্ষতি করে।
এ ঘটনায় মিজানুর রহমান সুমন নামে এক ব্যক্তি বাদী হয়ে মতিঝিল থানায় একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে মোট ৯৭ আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন পুলিশের উপ-পরিদর্শক আউয়াল হোসেন। তদন্তে অভিযোগের সত্যতা না পাওয়ায় ২৭ জনকে অব্যাহতি দেওয়া হয়। একজন মারা গেছেন। এছাড়া চার্জশিটে সাক্ষী করা হয়েছে ১৪১ জনকে।

 

 

 

 

 

ইত্তেফাক

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *