fbpx
হোম জাতীয় জবিতে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলায় আহত ৪
জবিতে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলায় আহত ৪

জবিতে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলায় আহত ৪

0

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের মিছিলে নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে থেকে খালেদা জিয়ার মুক্তির স্লোগান নিয়ে একটি মিছিল বের করে ছাত্রদল। মিছিলটি শান্ত চত্বরের সামনে আসলে পেছন থেকে শাখা ছাত্রলীগের কর্মীরা ধাওয়া করে। পরে মূল ফটকের সামনে ছাত্রদলের কয়েকজন পড়ে যায়। তখন আবদুর রশীদ (অর্থনীতি, ৩য় ব্যাচ) নামে এক ছাত্রদল নেতাকে বেধড়ক মারধর করে বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিসে দেয়। পরবর্তীতে প্রক্টর অফিস থেকে তাকে পুলিশের লরিতে মিটফোর্ড হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় বলে জানিয়েছেন প্রক্টর ড. মোস্তফা কামাল। এছাড়াও জিতু, পলাশ, রুবেলসহ অনেকে আহত হয়।

ঘটনার পর জবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক বলেন, ক্যাম্পাসে সহাবস্থানের দাবিতে আমরা শান্তিপূর্ণ মিছিল শুরু করি। হঠাৎ পেছন থেকে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের বেশ কয়েকজন আহত হয়েছেন।  এ হামলার তীব্র প্রতিবাদ জানাই, একইসঙ্গে ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি।

এ বিষয়ে জবি ছাত্রদল সভাপতি রফিকুল ইসলাম তীব্র নিন্দা জানিয়ে বলেন, আমরা এই হামলার সুষ্ঠু বিচার দাবি করছি এবং দুই দিনের মধ্যে খালেদা জিয়ার নামফলক পুনঃস্থাপন করার দাবি জানাচ্ছি। আজ থেকে আমরা ক্যাম্পাসে নিয়মিত অবস্থান করবো।
হামলা প্রসঙ্গে প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, আজ সকালে বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত একজনকে প্রক্টর অফিসে আনা হয়। আমরা তাকে চিকিৎসার জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠিয়ে দিয়েছি।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *