fbpx
হোম রাজনীতি জনগণ আন্দোলনের মধ্যদিয়ে প্রিয় নেত্রীকে বের করে আনবে: ফখরুল
জনগণ আন্দোলনের মধ্যদিয়ে প্রিয় নেত্রীকে বের করে আনবে: ফখরুল

জনগণ আন্দোলনের মধ্যদিয়ে প্রিয় নেত্রীকে বের করে আনবে: ফখরুল

0

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের পর আমরা বারবার হতাশ হই। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত মানববন্ধনে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, আজকে প্রধানমন্ত্রী গেছেন ভারতে। আমরা সবসময় আশা করে থাকি, ভারতের সঙ্গে এই সরকারের নাকি সুউচ্চ সম্পর্ক। প্রধানমন্ত্রী যতবার ভারত যান বারবার আমরা হতাশ হই। যতবারই যান আসার পর দেখি, আমাদের মূল সমস্যাগুলোর কোনও সমাধান হয় না। দিয়ে আসি একেবারে উজাড় করে। সীমান্তে হত্যা সমস্যার সমাধান হয় না, তিস্তার পানির সমস্যার সমাধান হয় না, ফারাক্কার বাঁধ খুলে দেওয়ায় আমাদের বন্যা হয়ে যায়— সেই সমস্যারও সমাধান হয় না। বাণিজ্যের মধ্যে যে ভারসাম্যহীনতা আছে— তার সমাধান হয় না। জনগণ চায় তিস্তাসহ সব অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা বাংলাদেশ পাবে। আমরা আশা করবো সীমান্তে যেন হত্যা বন্ধ হয়ে যায়।

কারও অনুকম্পায় খালেদা জিয়া মুক্ত হবেন না— এমনটি জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, তিনি অবশ্যই তার যে হক, ন্যায্য অধিকার, জামিন পাওয়ার অধিকার, সেই অধিকারেই মুক্ত হবেন। বেআইনি ও মিথ্যা মামলা দিয়ে আর যাই করা হোক, খালেদা জিয়াকে আটকে রাখা যাবে না। জনগণ অবশ্যই আন্দোলনের মধ্যদিয়ে তাদের প্রিয় নেত্রীকে বের করে নিয়ে আসবে।

তিনি বলেন, আজকে ক্যাসিনো নিয়ে অনেক লাফালাফি হচ্ছে। ক্যাসিনোর চেয়ে যে বড় সম্পদ ভোটের অধিকার, স্বাধীন মানুষ হিসেবে বেঁচে থাকার অধিকার লুট হয়ে গেছে। সেজন্য আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন— সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, শওকত মাহমুদ, কাদের গনি চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীম উর রহমান শামীম প্রমুখ।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *