fbpx
হোম রাজনীতি ছাত্র নিপীড়নের ঘটনায় ১০ ছাত্রলীগকর্মী বহিস্কার
ছাত্র নিপীড়নের ঘটনায় ১০ ছাত্রলীগকর্মী বহিস্কার

ছাত্র নিপীড়নের ঘটনায় ১০ ছাত্রলীগকর্মী বহিস্কার

0

ছাত্র নিপীড়ন, শিক্ষক লাঞ্চিতের ঘটনাসহ  বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অপরাধে ২ শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিস্কার করেছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) কর্তৃপক্ষ।

এছাড়া আরও ৮ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিস্কার করা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের এক জরুরী সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। বহিস্কৃতরা সবাই ছাত্রলীগের ব্যানারে ক্যাম্পাসে রাজনীতি করেন বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, উপাচার্য কে এম গোলাম মুহিউদ্দীনের সভাপতিত্বে জরুরী ওই সভায় সাম্প্রতিক সময়ে ক্যাম্পাসে র‌্যাগিং, ছাত্র নিপীড়ণ, শিক্ষক লাঞ্ছনা ও বিভিন্ন শৃঙ্খলা ভঙ্গের ঘটনার প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন এবং বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সুপারিশ বিশদভাবে পর্যালোচনা করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে দোষী ১০ ছাত্রকে বিভিন্ন মেয়াদে শাস্তির আওতায় আনা হয়।
স্থায়ীভাবে বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলো, উচো অং মারমা (আইডি নং এলএম ১৮৩১২২) ও মো. অনিক ইসলাম (আইডি নং ইটি ১৮৩০৮০)।
তাছাড়া মো. মশিউর রহমান (আইডি নং ইটি ১৮৩০৫৭) ও ওমর ফারুক তুহিনকে (আইডি নং ইটি ১৮৩০৭২) ২ বছরের জন্য, হাসান হাবীব মুরাদ (আইডি নং এলএম ১৮৩১২৩), রবিউল হোসেন রনি (আইডি নং ইবি ১৪১০০৮) ও মো. শফিউল আলমকে (এমবিএ)- আর ১৯৩১৪৭) ১ বছরের জন্য এবং এফজাজুল হক অমি (আইডি নং সি ১৬৩০২৪), আবদুল্লাহ আল তাশরীফ (আইডি নং ইটি ১৬৩০৩৩) ও আবদুল্লাহ আল নাঈমকে (আইডি ইটি ১৬৩০২৮) ১ সেমিস্টারের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *