fbpx
হোম আন্তর্জাতিক চুমু খেয়ে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ
চুমু খেয়ে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

চুমু খেয়ে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

0

করোনা ভাইরাস বিধিনিষেধ অমান্য করে যুক্তরাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক ও বন্ধু গিনা কোলাড্যাঙ্গেলোকে জড়িয়ে ধরা ও চুম্বনের ঘটনায় অবশেষে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়ে পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। গতকাল শনিবার (২৬ জুন) প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে লিখিত চিঠি দিয়ে তিনি পদত্যাগ করেছেন।

এদিকে, ম্যাট হ্যানককের বিদায়ে যুক্তরাজ্যের মন্ত্রিসভায় ফিরেছেন পাকিস্তানি বংশোদ্ভূত রাজনীতিবিদ ৫১ বছর বয়সী সাজিদ জাভিদ। এর আগে অর্থ ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন তিনি। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে মতানৈক্য হওয়ায় তিনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে পদত্যাগ করেছিলেন।

প্রকাশিত ছবিতে দেখা যায়, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের অন্যতম পরিচালক গিনা কোলাড্যাঙ্গেলোকে জড়িয়ে ধরে তার গালে চুমু দিচ্ছেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। প্রথম দিকে এই ছবি তেমন সাড়া না ফেললেও পরে ম্যাট হ্যানকক ও গিনা কোলাড্যাঙ্গেলাকে জড়িয়ে সরস ও মুখরোচক প্রতিবেদন প্রকাশ করতে থাকে ব্রিটেনের অনেক পত্রিকা। পাশাপাশি চলমান বিধিনিষেধের মধ্যে এই ছবি প্রকাশিত হওয়ায় দেশজুড়ে সমালোচনাও শুরু হয়।

ক্ষমা চেয়ে এক বিবৃতিতে হ্যানকক বলেছেন, আমি স্বীকার করছি যে বর্তমান পরিস্থিতিতে আমি সামাজিক বিধিনিষেধ সংক্রান্ত নির্দেশনা লঙ্ঘন করেছি। দেশের জনগণ ও সরকারকে বিব্রত করার জন্য আমি খুবই দুঃখিত।

ম্যাট হ্যানকক ও গিনা কোলাড্যাঙ্গেলোর মধ্যে বন্ধুত্ব ছাত্রজীবনে। গত সেপ্টেম্বরে যুক্তরাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনির্বাহী পরিচালক পদে নিয়োগ পান গিনা কোলাড্যাঙ্গেলা।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *