fbpx
হোম গণমাধ্যম চীনে আটক অস্ট্রেলিয়ান টিভি উপস্থাপিকা !
চীনে আটক অস্ট্রেলিয়ান টিভি উপস্থাপিকা !

চীনে আটক অস্ট্রেলিয়ান টিভি উপস্থাপিকা !

0

দুই দেশের সম্পর্কের অবনতির মধ্যেই একজন অস্ট্রেলিয়ান নাগরিক ও প্রখ্যাত টিভি উপস্থাপিকাকে আটক করেছে চীনা কর্তৃপক্ষ।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দুই সপ্তাহ আগে আটক করা হয়েছে চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিজিটিএনের উপস্থাপিকা চেং লেইকে।

পররাষ্ট্রমন্ত্রী মারিসে পেইন বলেছেন, ভিডিও লিঙ্কের মাধ্যমে চেংয়ের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করেছে অস্ট্রেলিয়ার কনস্যুলার অফিস। চীনে আটকের ঝুঁকি বাড়তে থাকায় জুলাইয়ে নিজের নাগরিকদের সতর্ক করে দিয়েছিল অস্ট্রেলিয়ার সরকার।

দুই দেশের সম্পর্কে ইদানীং অস্থিরতা বেড়ে গেছে। সোমবার অস্ট্রেলিয়ান মদ আমদানী নিয়ে দ্বিতীয় তদন্তের ঘোষণা দিয়েছে চীন। গত সপ্তাহে অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার একটি আইন প্রণয়নের পরিকল্পনা করছে, যাতে করে বিদেশি দেশগুলোর সঙ্গে স্থানীয় সরকার চুক্তি বাতিল করতে পারবে। ধারণা করা হচ্ছে চীনকে উদ্দেশ্য করেই এই আইন।

এবিসি নিউজের প্রতিবেদনে জানা গেছে, একটি নির্ধারিত স্থানে আবাসিক নজরদারিতে আটক রয়েছে চেং। দেশটিতে কোনও নির্দিষ্ট অভিযোগ ছাড়াই সন্দেহভাজন ব্যক্তিকে প্রশ্ন করতে পারেন তদন্তকারীরা এবং ছয় মাসের জন্য কারাবাসেও রাখতে পারেন।

বেইজিং এখনও চেংয়ের অবস্থান নিয়ে কোনও মন্তব্য করেনি। অস্ট্রেলিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় তার আটকের ব্যাপারে ১৪ আগস্ট জানতে পেরেছিল।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *