fbpx
হোম ক্রীড়া গেইলের রেকর্ড গেল পাকিস্তানের রিজওয়ানের কাছে
গেইলের রেকর্ড গেল পাকিস্তানের রিজওয়ানের কাছে

গেইলের রেকর্ড গেল পাকিস্তানের রিজওয়ানের কাছে

0

রেকর্ডটা ভাঙার জন্য বিশ্বকাপের মঞ্চকেই হয়তো তুলে রেখেছিলেন মোহাম্মদ রিজওয়ান। চলতি বছরে আছেন দারুণ ফর্মে, অন্তত টি-টোয়েন্টিতে তো বটেই। স্কটল্যান্ডের বিপক্ষে রোববার (৭ নভেম্বর) অবশ্য সে ঝলক দেখা গেল না, তবে রেকর্ড একটা ঠিকই কেড়ে নিয়েছেন পাকিস্তানি এই ব্যাটার। তাও যেন তেন খেলোয়াড়ের নয়, টি-টোয়েন্টির ফেরিওয়ালা ক্রিস গেইলের রেকর্ড!

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রানের রেকর্ডটা আগেই নিজের দখলে নিয়ে গিয়েছিলেন রিজওয়ান। এবার ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রান করার বিশ্বরেকর্ডটাও নিজের করে নিলেন তিনি। টপকে গেলেন ক্যারিবিয়ান কিংবদন্তিকে।

রোববার পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রানের রেকর্ড ছিল গেইলের। ছয় বছর আগে ২০১৫ সালে ১৬৬৫ রান করেছিলেন তিনি। রোববার সন্ধ্যায় যখন স্কটল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নামে পাকিস্তান, তখন রিজওয়ানের সংগ্রহ ছিলে ১৬৬১ রান।

ফলে রেকর্ডটা নিজের করে নিতে তার প্রয়োজন ছিল ৫ রান, সেটা তুলেছেন তিনি। রেকর্ডটা কেড়ে নিয়ে তিনি থেমেছেন ১৫ রানে। ফলে চলতি বছর টি-২০ ক্রিকেটে তার সার্বিক সংগ্রহ দাঁড়ায় ১৬৭৬ রান।

ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি, আর নিজ অধিনায়ক বাবর আজমকে অবশ্য এ তালিকায় অনেক আগেই পেছনে ফেলে দিয়েছিলেন রিজওয়ান। ২০১৬ সালে ১৬১৪ রান করেছিলেন কোহলি। আর বাবর আজম ২০১৯ সালে তুলেছিলেন ১৬০৭ রান।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *