fbpx
হোম জাতীয় গাইবান্ধার উপ-নির্বাচন নিরপেক্ষতার দৃষ্টান্ত: সিইসি
গাইবান্ধার উপ-নির্বাচন নিরপেক্ষতার দৃষ্টান্ত: সিইসি

গাইবান্ধার উপ-নির্বাচন নিরপেক্ষতার দৃষ্টান্ত: সিইসি

0

ধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে মাঠ প্রশাসন নিরপেক্ষতার দৃষ্টান্ত স্থাপন করেছে। ভোটের শুরুটাও সুন্দর ছিল, শেষটাও চমৎকার ছিল।

বুধবার নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে উপ-নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, গাইবান্ধা-৫ উপ-নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণে কোনো ধীরগতি ছিল না। সেদিক থেকে নির্বাচনটা সফল হয়েছে।

সিসিটিভি ক্যামেরা প্রসঙ্গে তিনি বলেন, এটি নতুন সংযোজন। এটি অনেক তিক্ষ্ণ, সুক্ষ্ম ও কার্যকর হচ্ছে। প্রার্থীরাও গুরুত্ব দিচ্ছেন। কেন্দ্রের ভেতরে অনিয়ম হলে তারা সচেতন আছে। সুষ্ঠু নির্বাচনে সিসিটিভি ক্যামেরা ইতিবাচক ভূমিকা পালন করবে। সংসদ নির্বাচনে সিসিটিভি ক্যামেরা ব্যবহারের বিষয়টি বিবেচনাধীন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, মাঠে পুলিশ ও প্রশাসন দায়িত্বে থাকবে, তাদের ওপর আমাদের নজরদারি থাকবে। ভোটে অত্যন্ত নিরপেক্ষ থেকে পুলিশ, প্রশাসন ও আমাদের কর্মকর্তারা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

তিনি আরো বলেন, যে অভিজ্ঞতা অর্জন করছি এতে আমাদের সক্ষমতা বাড়ছে। জাতীয় নির্বাচনে সেটা আরো সমৃদ্ধ করবে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *