fbpx
হোম আন্তর্জাতিক গর্ভপাত আইন বাতিল ‘ঈশ্বরের সিদ্ধান্ত’: ট্রাম্প
গর্ভপাত আইন বাতিল ‘ঈশ্বরের সিদ্ধান্ত’: ট্রাম্প

গর্ভপাত আইন বাতিল ‘ঈশ্বরের সিদ্ধান্ত’: ট্রাম্প

0

যুক্তরাষ্ট্রে ৫০ বছর আগে এক মামলায় যে রায়ে গর্ভপাতকে বৈধ করা হয়েছিল দেশটির সুপ্রিম কোর্ট শুক্রবার তা পাল্টে দিয়েছে। গর্ভপাতের এই আইন বাতিল হওয়ার পর দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ঈশ্বরই এমন সিদ্ধান্ত দিয়েছেন।’

রায়ের পর ফক্স নিউজকে দেওয়া প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, ‘সংবিধান মেনেই এটা হচ্ছে। অধিকার ফিরিয়ে দেওয়া হচ্ছে, যা তাদের আরও অনেক আগেই ফিরিয়ে দেওয়া উচিত ছিল।’

শুক্রবার সুপ্রিম কোর্ট পাঁচ দশক আগেকার ‘রো বনাম ওয়েড’ নামে পরিচিত মামলার সেই যুগান্তকারী রায় সত্যিই পাল্টে দিয়েছে। এক জরিপে বলা হচ্ছে, সুপ্রিম কোর্টের রায়ে যুক্তরাষ্ট্রে সন্তানধারণে সক্ষম তিন কোটি ৬০ লাখ নারী গর্ভপাতের সুবিধা থেকে বঞ্চিত হবে।

শীর্ষ আদালত গর্ভপাতের সাংবিধানিক অধিকার বাতিল করে দিয়ে গর্ভপাতের অনুমোদন দেওয়া বা না দেওয়ার সিদ্ধান্তের ক্ষমতা প্রতিটি অঙ্গরাজ্যের ওপর ছেড়ে দিয়েছে।

ট্রাম্প যখন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন সেসময় তিনি সুপ্রিম কোর্টে তিনজন রক্ষণশীল বিচারক নিয়োগ দেন। তাই এ আদেশে নিজের ভূমিকা আছে বলে মনে করেন কি না, এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ‘ঈশ্বর এ সিদ্ধান্ত দিয়েছেন।’

প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় থাকাকালে ট্রাম্প সুপ্রিম কোর্টে তিনজন রক্ষণশীল বিচারক নিয়োগ দেন। তাই এই রায়ে তিনি নিজের ভূমিকা আছে বলে মনে করেন কি না, এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ‘ঈশ্বর এ সিদ্ধান্ত দিয়েছেন।’

এর কিছুক্ষণ পরই এ আদেশের জন্য কৃতিত্ব দাবি করেন তিনি।

ট্রাম্প এক বিবৃতিতে বলেন, ‘এ সিদ্ধান্ত একটি প্রজন্মের জীবনে সবচেয়ে বড় অর্জন। এটা কেবল সম্ভব হয়েছে, অঙ্গীকার অনুযায়ী আমি সবকিছু বাস্তবায়ন করেছিলাম বলে। এর মধ্যে রয়েছে তিনজন অত্যন্ত সম্মানিত ও শক্তিশালী সংবিধান বিশেষজ্ঞকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে মনোনয়ন ও নিয়োগ নিশ্চিত করা। এ কাজ করতে পারা আমার জন্য অনেক বড় সম্মানের।’

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *