fbpx
হোম অন্যান্য খালেদার মুক্তির দাবিতে রক্ত দিয়ে ছাত্রদলের গণস্বাক্ষর
খালেদার মুক্তির দাবিতে রক্ত দিয়ে ছাত্রদলের গণস্বাক্ষর

খালেদার মুক্তির দাবিতে রক্ত দিয়ে ছাত্রদলের গণস্বাক্ষর

0

বছরের প্রথম দিন বুধবার ছিল ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ দিনটি উদযাপনে এক ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে হবিগঞ্জ জেলা ছাত্রদলের বেশ কিছু নেতাকর্মী।

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে নিজেদের রক্ত দিয়ে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন তারা।

এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির জন্য শরীরের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও রাজপথে সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

সাধারণত প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, শোভাযাত্রা কিংবা ভিন্নধর্মী আনন্দঘন কর্মসূচি থাকলেও এবার তেমন আয়োজন করা হবিগঞ্জ ছাত্রদল।

তবে বুধবার সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে শহরে মিছিল বের করেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ্ রাজিব আহমেদ রিংগন।

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট অতিক্রম শেষে শায়েস্তানগরে দলীয় কার্যালয়ে সামনে শপথ অনুষ্ঠিত হয়।

শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে আটকে রেখেছে সরকার। তাই রাজপথে আন্দোলনের বিকল্প নেই। ছাত্রদলের সর্বস্থরের নেতাকর্মীদের শরীরের শেষ রক্তের বিনিময়ে রাজপথে আন্দোলনের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও আপসহীন নেত্রী বেগম খালদা জিয়াকে মুক্ত করা হবে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *