fbpx
হোম আন্তর্জাতিক কেন আফগানিস্তানে অপহরণের শিকার হচ্ছেন ব্যবসায়ীরা?
কেন আফগানিস্তানে অপহরণের শিকার হচ্ছেন ব্যবসায়ীরা?

কেন আফগানিস্তানে অপহরণের শিকার হচ্ছেন ব্যবসায়ীরা?

0
দিন দিন খারাপের দিকে যাচ্ছে আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি। এর মধ্যে গত দুই মাসে ৪০ জনের বেশি ব্যবসায়ীকে কাবুল ও দেশের বিভিন্ন স্থান থেকে অপহরণ করা হয়েছে।

আফগানিস্তানের গণমাধ্যম টোলো নিউজ এ তথ্য জানায়।

আফগানিস্তানের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এসিসিআই) বলছে— কাবুল, কান্দাহার, নানগারহার, কুন্দুজ, হেরাত এবং বালখপ্রদেশে ব্যবসায়ীদের অপহরণ করা হচ্ছে।

এসিসিআইয়ের উপপ্রধান খান জান আলোকজাই বলেন, এসিসিআই ৪০টির মতো ঘটনা রেকর্ড করেছে। দুঃখজনক হচ্ছে— অপহরণের শিকার বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। আমি বলতে পারি— ইসলামিক আমিরাতের ব্যবসায়ীদের নিরস্ত্রীকরণের সিদ্ধান্তের কারণে এসব ঘটনা ঘটছে।

এসিসিআইয়ের তথ্যানুযায়ী, অপহরণকারীদের সঙ্গে বন্দুকযুদ্ধে চার ব্যবসায়ী নিহত হয়েছেন।

খান জান আলোকজাই বলেন, ব্যবসায়ীদের নিরস্ত্রীকরণের সিদ্ধান্ত তাদের হত্যা ও অপহরণের পেছনে মূল কারণ।

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, খুব শিগগির সরকার ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য অস্ত্রের লাইসেন্স দেবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খোস্তি বলেন, অস্ত্রের লাইসেন্স বিতরণ প্রক্রিয়া শুরু হবে এবং আমরা আগামী দিনে সেগুলো ইস্যু করব।  আমরা তাদের পুরনো লাইসেন্স নিয়ে নতুন লাইসেন্স দেব।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *