fbpx
হোম জাতীয় কেন্দ্রীয় প্রচার সম্পাদকসহ শিবিরের ৫ নেতা গ্রেফতার
কেন্দ্রীয় প্রচার সম্পাদকসহ শিবিরের ৫ নেতা গ্রেফতার

কেন্দ্রীয় প্রচার সম্পাদকসহ শিবিরের ৫ নেতা গ্রেফতার

0

রাজধানীর স্বামীবাগের একটি মেস থেকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দাওয়াহ ও প্রচার সম্পাদকসহ পাঁচজন ছাত্রনেতাকে গ্রেফতার করেছেন র‌্যাব।

বিনা কারণে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে অবিলম্বে তাদের মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

সংবাদমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইউবী ও সেক্রেটারি জেনারেল রাশেদুল ইসলাম বলেন, সরকারের চলমান লজ্জাজনক অবস্থান আড়াল করার জন্য সুপরিকল্পিতভাবে কোনো কারণ ছাড়াই আবাসস্থল থেকে ছাত্রশিবিরের কেন্দ্রীয় দাওয়াহ ও প্রচার সম্পাদককে গ্রেফতার করেছে র‌্যাব। এভাবে বাসা থেকে শিবির নেতৃবৃন্দকে গ্রেফতারের নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। মূলত সরকারের মন্ত্রী এমপিদের নিকৃষ্ট আচরণ এবং বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের মামলায় খুনি ছাত্রলীগ সন্ত্রাসীদের মৃত্যুদণ্ড ও কারাদণ্ডের রায় নিয়ে সারাদেশে যখন নিন্দা ও ঘৃণার ঝড় উঠেছে তখন এমন লজ্জাজনক চিত্র থেকে দেশবাসীর দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতেই নিরপরাধ নেতৃবৃন্দকে গ্রেফতার করেছে সরকার।

বিবৃতিতে বলা হয়, আমরা এ দায়িত্বহীন অপকর্মের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে নেতৃবৃন্দসহ গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। ছাত্রশিবিরের নেতৃবৃন্দকে অন্যায়ভাবে গ্রেফতার ও তাদের নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র মেনে নেয়া হবে না। অবিলম্বে তাদের মুক্তি দিয়ে শুভ বুদ্ধির পরিচয় দেয়ার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *