fbpx
হোম ক্রীড়া কারো কথায় নিজেকে পরিবর্তন করবেন না সাকিব আল হাসান
কারো কথায় নিজেকে পরিবর্তন করবেন না সাকিব আল হাসান

কারো কথায় নিজেকে পরিবর্তন করবেন না সাকিব আল হাসান

0

অ্যান্টিগায় বাংলাদেশ বড় ব্যবধানে হারলেও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশের অধিনায়ক দুই ইনিংসেই হাফ সেঞ্চুরি করেছেন। প্রথম ইনিংসে ৫১ ও দ্বিতীয় ইনিংসে ৬৩ রান করেছেন এ বাঁহাতি অলরাউন্ডার। তবে দুই ইনিংসেই বোলারদের উপর চড়াও হতে গিয়ে উইকেট দিয়েছেন সাকিব।

প্রথম ইনিংসে আলজারি জোসেফকে তুলে মারতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ দেন। দ্বিতীয় ইনিংসে কেমার রোচের বলে শর্ট এক্সট্রা কাভারে ক্যাচ দেন তিনি।

ব্যাটিংয়ে সাকিবের এই আচরণে অসন্তুষ্ট ছিলেন হেড কোচ রাসেল ডমিঙ্গো। সংবাদ সম্মেলনে বলেছেন, টেস্টে সাকিবের কাছে এমন স্লগিং নয় সেঞ্চুরি চান তিনি। আক্রমণ ও রক্ষণের মধ্যে ভারসাম্য আনতে বলেছেন ডমিঙ্গো।

সাকিব অবশ্য সাফ জানিয়ে দিয়েছেন, কারো কথায় নিজেকে পরিবর্তন করবেন না। তার মতে, তার ব্যাটিংয়ের মানসিকতা ঠিকই আছে। অ্যান্টিগা টেস্টের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘নিজের ব্যাটিং নিয়ে আমি ইতিবাচক ছিলাম। সহজভাবে ভাবছিলাম, মারার বল পেলে মারব না হয় ঠেকাব। সবসময় গেমপ্ল্যান এমন সাধারণ রাখি। এভাবেই সফল হয়েছি। আমি এটা পরিবর্তনও করব না!’

প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে সাকিবের ব্যাটিং নিয়ে ডমিঙ্গো বলেছিলেন, ‘সাকিব সবসময়ই রান করার চেষ্টা করে। আমরা চাই না সে স্লগ করুক। আমরা চাই সে ভালো ক্রিকেট শট খেলুক। সেটা করেই প্রতিপক্ষের ওপর কিছুটা চাপ প্রয়োগ করুক। সেও জানে যে শুরুর সময়টা কাটিয়ে দিলে তাকে দীর্ঘ ইনিংসটা খেলতে হবে। তাকে সেঞ্চুরি করতে হবে।’

কোচ যাই বলুক না কেন, সাকিব বুঝিয়ে দিয়েছেন যে, পরিবর্তনের পথে যাবেন না তিনি। ব্যাটিংয়ের সময় নিজের কৌশলে অটল থাকবেন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *