fbpx
হোম বিনোদন করোনা ভাইরাসকে স্বাগত জানালেন নচিকেতা !
করোনা ভাইরাসকে স্বাগত জানালেন নচিকেতা !

করোনা ভাইরাসকে স্বাগত জানালেন নচিকেতা !

0

করোনার থাবায় মানুষ আজ ভীত, সন্ত্রস্ত। সবাই যেনো করোনার সঙ্গে যুদ্ধে লিপ্ত । সেই দানবকে হারাতেই হবে। পৃথিবী এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি , যা কখনো চিন্তায় আসেনি যে এমন অবস্থায় পড়তে পারে বিশ্ব । চতুর্দিকে শুধু বাঁচার আকুতি ।

যে ভাইরাসের আক্রমণে স্থবির হয়ে পড়েছে গোটা বিশ্ব। বিস্ময় ও আতঙ্কে থমকে গেছে মানবজাতি। করোনা নিয়ে মানুষের এমন আতঙ্কিত মুহুর্তে জীবনমুখী গানের জনপ্রিয় প্রতিবাদী কণ্ঠশিল্পী নচিকেতা এবার রচনা করলেন করোনা নিয়ে কবিতা ‘করোনা তুমি যাও…তুমি যাও’ । তার এই কবিতা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে । তিনি তার নচিকেতা চক্রবর্তী নামে নিজস্ব ফেসবুক ভেরিফাইড পেজে এটি আপলোড করেছেন ।

শহরে ধর্মের ব্যবসা করতেন যাঁরা, তাঁরা এখন বন্দিদশায়। দানবের ভয়ে দুয়ার এঁটে সিঁটিয়ে রয়েছেন আল্লাহ – রামের নামে বিভেদকারীরা। নাগরিকপঞ্জি হাতে ঘুরে বেড়ানো লোকজনকে দেখে চেনা যাচ্ছে না। কারণ, তাঁদের মুখ মাস্কে ঢাকা।

রোনার আতঙ্ক এখন বিশ্বজুড়ে। দুঃসময়েরও কিছু ভাল দিক থাকে। সেটাই যেন বুঝিয়ে গেলেন নচিকেতা। এই প্রবল দুঃসময়ে মানুষে মানুষে বিভেদ কমেছে। ধর্মের বিভেদ নেই। হয়তো করোনা আতঙ্ক কাটলেই আবার সব আগের মতো হবে। আল্লা – রামে বিভক্ত হবে মানবজাতি।

নচিকেতা সেই দিন আর দেখতে চান না। আমরা কেউই হয়তো সেই বিভেদ, বিদ্বেষ আর চাই না। কিন্তু এত সহজ তো নয়। আমরা না চাইলেও কেউ বা হয়তো সেটা চায়। তারাই আবার গোল বাঁধাবে। নচিকেতা তাই কবিতার প্রথম লাইনে লিখেছেন – করোনা নামের মহামারি তুমি যাও, তুমি যাও/ একটা বিনীত অনুরোধ তোমার ভয়টাকে রেখে যাও/ ওগো ভয় তোমারই হোক জয়/ তুমি নির্ভীক তরবারি…/ তোমারই হোক জয়।

বিষয়ভিত্তিক গানে নচিকেতার জুড়ি মেলা ভার। তাই এই কঠিন সময়ে মনের কথাগুলোই যেনো কবিতায় তুলে রেখেছেন তিনি। করোনার আতঙ্কের মাঝে সীমান্ত, কাঁটাতার সব যেন অদৃশ্য। নগর থাকবে কি না সংশয়। তাই নাগরিকরা আর নিজেদের মধ্যে হাজার কারণ নিয়ে লড়ছেন না। সারা বছর ধর্মের নামে মানুষে – মানুষে বিভেদ ঘটানো লোকেরা মুখোশে মুখ ঢেকেছেন।

তাইতো তিনি লিখেছেন – কারোর মুখই যাচ্ছে না দেখা আল্লাহ অথবা রাম/ সবার মুখই মাস্কেতে ঢাকা সবার কপালে ঘাম। গোটা বিশ্বের মানুষ এই মহামারীর হাত থেকে রক্ষার পথ খুঁজছে। সুদিন ফিরবে কবে, প্রহর গুনছে। নচিকেতাও চাইছেন তেমনই। তবে তিনি শুধু করোনার এই ভয়টাকে রেখে দিতে চাইছেন। আখেরে তাতে মানবজাতিরই তো লাভ! তাই না!

নচিকেতা চক্রবর্তীর সম্পূর্ণ কবিতাটি দেখতে ক্লিক করুন এই লিংকে…  https://www.facebook.com/aminachiketa/?epa=SEARCH_BOX

Like
Like Love Haha Wow Sad Angry
3

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *