fbpx
হোম অনুসন্ধান অপরাধবার্তা করোনা নিয়ে বিভ্রান্তিকর স্ট্যাটাস দেয়ায় আটক কলেজ শিক্ষক
করোনা নিয়ে বিভ্রান্তিকর স্ট্যাটাস দেয়ায় আটক কলেজ শিক্ষক

করোনা নিয়ে বিভ্রান্তিকর স্ট্যাটাস দেয়ায় আটক কলেজ শিক্ষক

0

কোলাকুলি ও মোসাফা করা থেকে বিরত থাকা, সামাজিক দূরত্ব বজায় রেখে চলা– এসব কথা কোরআন, ইসলাম ও ঈমান আমলের উপর বড় আঘাত হেনেছে। ঘন ঘন স্যানিটাইজার ব্যবহার করা, মাস্ক ব্যবহার, জরুরি প্রয়োজন ছাড়া বাসায় থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন– ভাইরাস প্রতিরোধে এই সমস্ত কথা ৯৯.৫০% ভুয়া। কেউ এসব কথা সত্য প্রমাণিত করতে পারলে দুই লাখ টাকা ক্ষতিপূরণ দেবো, ব্যর্থ হলে সে দুই লাখ ক্ষতি পূরণ দেবে এবং সরকার পক্ষ থেকে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করতে হবে।

ফেসবুকে করোনা ভাইরাস নিয়ে এমন মন্তব্য করার অভিযোগে শরিফুল ইসলাম নামে এক কলেজ শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ মে) দিবাগত রাতে লালমনিরহাটের পাটগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বাদী হয়ে করা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় তাকে গ্রেফতার করা হয়।

পাটগ্রাম (ওসি) সুমন কুমার মোহন্ত বিষয়টি নিশ্চিত করেন। শরিফুল ইসলাম লালমনিরহাটের পাটগ্রাম আদর্শ ডিগ্রি কলেজের রসায়ন বিষয়ের সহকারী অধ্যাপক।

জানা যায়, গত ১১ মে সকাল ১০টা ১৯ মিনিটে মো. শফিকুল ইসলাম তার নিজের ফেসবুকের ওয়ালে করোনা ভাইরাস নিয়ে একটি বিভ্রান্তিমূলক স্ট্যাটাস দেন। এছাড়াও তিনি ফেসবুকে আরও এরকম আরও অনেক স্ট্যাটাস দিয়েছেন বলে জানা যায়।
এ বিষয়ে পাটগ্রাম থানার ওসি বলেন, শরিফুল ইসলামের বিরুদ্ধে সরকারের প্রচলিত আইনকে অস্বীকার এবং করোনা ভাইরাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার চালিয়ে স্ট্যাটাস দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে যাচ্ছিলেন। তাকে সতর্ক করার পরও উল্টো আরও ধর্মান্ধ হয়ে ওপেন চ্যালেঞ্জ করে বাজি ধরে ফের ফেসবুকে স্ট্যাটাস দেন এবং অন্যদের সঙ্গে বিতর্ক করে আসছিলেন।
যা নিয়ে স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। বিষয়টি প্রশাসনের নজরে আসে। এরপরে আমরা অধিকতর তদন্ত করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রেকর্ড করে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছি।
Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *