fbpx
হোম আন্তর্জাতিক করোনার চিকিৎসায় অবিশ্বাস্য সাফল্য সিঙ্গাপুরের
করোনার চিকিৎসায় অবিশ্বাস্য সাফল্য সিঙ্গাপুরের

করোনার চিকিৎসায় অবিশ্বাস্য সাফল্য সিঙ্গাপুরের

0

করোনা ভাইরাসের ফলে সিঙ্গাপুরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৯ জন । তবে নতুন রোগীদের মধ্যে কারও অবস্থাই গুরুতর নয় । তাদের আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে ।

এই ভাইরাস প্রতিরোধে কোভিড-১৯ চিকিৎসায় রীতিমতো অবিশ্বাস্য সাফল্য দেখিয়েছে সিঙ্গাপুরের একদল চিকিৎসক । এখন পর্যন্ত এ রোগের সুনির্দিষ্ট প্রতিষেধক না থাকলেও দেশটিতে করোনা আক্রান্ত ৮৯ জনের মধ্যে ৪৯ জনই সুস্থ হয়ে বাসায় ফিরেছেন । আরও ৪০ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন । তাদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা । এছাড়া আইসিইউতে আছেন আরও পাঁচজন ।

শনিবার হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দু’জন, তাদের মধ্যে ছয় মাস বয়সী এক শিশু ও তার মা রয়েছেন । ২৮ বছর বয়সী এই নারী একটি চীনা পণ্যের দোকানে কাজ করতেন ।

সিঙ্গাপুরের স্বাস্থ্য কর্মকর্তারা জানান, করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে দেশটিতে সন্দেহজনক ১ হাজার ১০১ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে । করোনা আক্রান্তদের সংস্পর্শে আসা আরও ২ হাজার ৭৩৪ জনকে চিহ্নিত করা হয়েছে । এছাড়া, কোয়ারেন্টাইনের মেয়াদ পূর্ণ করেছেন অন্তত ১ হাজার ৬৩৩ জন ।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *