fbpx
হোম আন্তর্জাতিক করোনামুক্ত প্রথম দেশের তালিকায় স্লোভেনিয়া
করোনামুক্ত প্রথম দেশের তালিকায় স্লোভেনিয়া

করোনামুক্ত প্রথম দেশের তালিকায় স্লোভেনিয়া

0

এ শতাব্দীর সবচেয়ে বড় দুর্যোগের নাম ‘করোনা ভাইরাস’। কোনো ধরনের যুদ্ধ নয়, নয় কোনো সামরিক বা পারমাণবিক অভিযান, অতি ক্ষুদ্র এক আণুবীক্ষণিক জীবের কাছে গোটা পৃথিবী অসহায়। এরই মধ্যে বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে।

করোনায় আক্রান্ত এই সময়ে পৃথিবীর অন্য সকল দেশের বাইরে অন্য ছবিও আছে। মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়া জানিয়েছে, তাদের দেশ এখন করোনামুক্ত। প্রথম ইউরোপীয় দেশ হিসাবে স্লোভেনিয়ান সরকার করোনা ভাইরাস মহামারির অবসান ঘটিয়েছে।

২০ লাখ জনসংখ্যার দেশ স্লোভেনিয়া প্রথম করোনা ভাইরাসের সংক্রমণ সনাক্ত হয় মার্চ মাসের ৪ তারিখে। ১৫ মে পর্যন্ত দেশটিতে মোট সংক্রমিত হয়েছে ১ হাজার ৫০০। এদের মধ্যে মৃত্যু বরণ করেছে ১০৩ জন।

দেশটির প্রধানমন্ত্রী জেনেজ জানসা বৃহস্পতিবার সংসদে বলেন, স্লোভেনিয়া গত দুই মাস ধরে এই মহামারির বিরুদ্ধে লড়াই করেছে। আজ মহামারি মোকাবেলায় স্লোভেনিয়া ইউরোপের সেরা। আমরা এখন গর্ব করে বলতে পারি স্লোভেনিয়ায় কোন করোনাভাইরাস নেই।

বলকান দেশটির কর্মকর্তারা গত দুই সপ্তাহ ধরে প্রতিদিন সাতটির কম করোনা ভাইরাস সংক্রমণ নিশ্চিত করার পরে এই সিদ্ধান্ত নিয়েছে। দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ সমস্ত সূচকগুলো বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্তে পৌঁছেছে যে স্লোভেনিয়ায় ভাইরাসটির বিস্তার বন্ধ হয়েছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *