fbpx
হোম আন্তর্জাতিক করোনাভাইরাসে একদিনে বিশ্বের সর্বোচ্চ ১২২৫ জনের মৃত্যু যুক্তরাষ্ট্রে
করোনাভাইরাসে একদিনে বিশ্বের সর্বোচ্চ ১২২৫ জনের মৃত্যু যুক্তরাষ্ট্রে

করোনাভাইরাসে একদিনে বিশ্বের সর্বোচ্চ ১২২৫ জনের মৃত্যু যুক্তরাষ্ট্রে

0

বিশ্বজুড়ে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় চার লাখ ৩৭ হাজার মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন ছয় হাজার ৮৫৩ জন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ১১ লাখ ৩৬ হাজার ৯০৪ জন। আক্রান্ত হয়েছেন ৪ কোটি ১৫ লাখ ২২ হাজার ৭২৫ জন। তবে স্বস্তির খবর হচ্ছে, এরইমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৯ লাখ ৩৫ হাজারের বেশি।

একদিনে এক হাজার ২২৫ জনের মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। দেশটি এখনো করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণে শীর্ষে রয়েছে। সবমিলিয়ে দেশটিতে ভাইরাসজনিত কারণে দুই লাখ ২৭ হাজারের বেশি প্রাণ গেল। যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে বেড়েছে শনাক্তের হার। মোট ৮৫ লাখ ৮৪ হাজারের বেশি সংক্রমিত।

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭০৩ জন। এদিন করোনায় আক্রান্ত হয়েছে ৫৬ হাজার জন। দক্ষিণ এশিয়ার দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা এক লাখ ১৬ হাজার ছাড়িয়েছে। এছাড়া মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৭৭ লাখ ৫ হাজার।

গত ২৪ ঘণ্টায় ৫৭১ জনের মৃত্যু দেখেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে মোট প্রাণহানি এক লাখ ৫৫ হাজার ছাড়িয়েছে। নতুন ২৫ হাজার সংক্রমণে মোট আক্রান্ত ৫৩ লাখ ছাড়িয়েছে। দেশটির কয়েকটি অঞ্চলে করোনার প্রকোপ কমছেই না।

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *