fbpx
হোম আন্তর্জাতিক এবার যুক্তরাষ্ট্রে পুনরায় লাকডাউনের পরিকল্পনা
এবার যুক্তরাষ্ট্রে পুনরায় লাকডাউনের পরিকল্পনা

এবার যুক্তরাষ্ট্রে পুনরায় লাকডাউনের পরিকল্পনা

0

জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে সংক্রমিত হয় ৫৯ হাজার ৮৮৬ জন। শুক্রবার তা ৬৫ হাজার ছাড়িয়ে যায়। জর্জিয়া, ইউটাহ, মন্টানা, নর্থ ক্যারোলিনা, আইওয়া এবং ওহাইয়ো স্টেটে প্রতিদিনই বিপুলসংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে।

এ অবস্থায় টেক্সাস, ফ্লোরিডা, আরিজোনা, জর্জিয়ার কিছু এলাকায় পুনরায় লকডাউনের কথা ভাবছেন সিটি ও স্টেট প্রশাসন। স্বাস্থ্য বিশেষজ্ঞরাও একই পরামর্শ দিয়েছেন যে, লকডাউনের বিকল্প নেই সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে।

এপ্রিলের ২৪ তারিখে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৩৬ হাজার ৭৩৮। তারপরই কমতে শুরু করেছিল সর্বত্র। যদিও দৈনিক গড়ে ২০ হাজার জন করে সংক্রমিত হয়েছে। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের চাপে যেসব স্টেটে লকডাউন শিথিল করা হয়েছে, সেগুলোতে জুনের মাঝামাঝি অস্বাভাবিক হারে বাড়তে শুরু হরে।

চলতি সপ্তাহে আলাবামা, আরিজোনা, ফ্লোরিডা, মিসিসিপি, নর্থ ক্যারোলিনা, সাউথ ডাকোটা, টেক্সাস এবং টেনেসিতে প্রতিদিনই সংক্রমণের সংখ্যা আগের দিনের রেকর্ড ভেঙেছে। সে সময়ে মৃত্যুর সংখ্যাও বেড়েছে। বৃহস্পতিবার সে সংখ্যা ছিল ৬০৮। অথচ জুলাইয়ের শুরুতে সর্বোচ্চ সংখ্যা ছিল ৪৭১ জন। যদিও মধ্য এপ্রিলে দৈনিক মৃত্যুর সংখ্যা ২২০০ জনেরও বেশি ছিল সারা আমেরিকায়।

উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের সম্পূর্ণ বিপরীত কথা বললেন ডেবরাহ। করোনার ভয়াবহতাকে পাত্তা না দিয়ে ট্রাম্প প্রতিমুহূর্তে গলাবাজি করছেন সবকিছু খুলে দেয়ার জন্যে। শিক্ষা প্রতিষ্ঠান পুরোপুরি চালু হলেই জনমনে সৃষ্ট হতাশা দূর হবে বলেও মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিরাজমান পরিস্থিতিকে একেবারেই আমলে না নিয়ে মে-জুনেও ট্রাম্প এমন কথা বলেছিলেন। তার আহবানে যারাই সাড়া দিয়েছেন এখন তারা প্রাণের বিনিময়ে খেসারত দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে সর্বত্র।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *