fbpx
হোম আন্তর্জাতিক এবার তালেবানের সঙ্গে কাজ করবে রাশিয়া
এবার তালেবানের সঙ্গে কাজ করবে রাশিয়া

এবার তালেবানের সঙ্গে কাজ করবে রাশিয়া

0

আফগানিস্তানের উন্নয়নে তালেবান সরকারের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তালেবান সরকারের সঙ্গে রাশিয়ার কাজ করা প্রয়োজন। শুক্রবার চীন ও রাশিয়া নেতৃত্বাধীন নিরাপত্তা জোট ‘সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন’ (এসসিও) এক বৈঠকে তালেবানের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন পুতিন।
তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে শুক্রবার এসসিওর ২১তম শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। দুই দিনব্যাপী ভার্চুয়াল এই সম্মেলনে যোগ দিয়েছে সদস্য দেশগুলো। পর্যবেক্ষক দেশ হিসাবে আছে আফগানিস্তান। চীন, রাশিয়া, পাকিস্তান, ভারত, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তান-এই আটটি দেশ নিয়ে গঠিত এসসিও।

তবে এবারের সম্মেলনে ইরানকে নবম সদস্য দেশ হিসাবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়েছে। সম্মেলনের শুরুর দিনই অনলাইনের মাধ্যমে বৈঠকে যোগ দেন দেশগুলোর নেতারা। পুতিন বলেন, আফগানিস্তানের বর্তমান যে পরিস্থিতি, তাতে মস্কো-বেইজিং জোটের কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে। দেশটিতে শান্তি ফিরিয়ে আনা এবং জনজীবনকে স্বাভাবিক খাতে প্রবাহিত করার পাশাপাশি, সন্ত্রাসবাদ নির্মূল ও মাদক চোরাচালন প্রতিরোধে নেতৃত্ব দিতে পারে এই জোট।

আফগানিস্তান নিয়ে মস্কোর অবস্থানের সঙ্গে একমত পোষণ করেছে চীন। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, আফগানিস্তানে একটি শান্তিপূর্ণ পরিস্থিতি সৃষ্টিতে সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে এসসিও। তিনি আরও বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক কাঠামো বা সরকার ব্যবস্থা গড়ে তুলতে এবং আরও উদার অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতি অনুসরণে তালেবানকে সহযোগিতা করবে এসসিওর সদস্য দেশগুলো।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *