fbpx
হোম আন্তর্জাতিক এবার করোনার উৎস নিয়ে মুখ খুললো বিশ্ব স্বাস্থ্য সংস্থা
এবার করোনার উৎস নিয়ে মুখ খুললো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

এবার করোনার উৎস নিয়ে মুখ খুললো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

0

চীনের উহান মার্কেটের একটি প্রাণীবাজার থেকেই করোনা সংক্রমণ শুরু হয়েছে বলে দাবি করে আসছেন বিভিন্ন গবেষকরা। আর এ বিষয়ে প্রথমবার মুখ খুললো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার খাদ্য নিরাপত্তা ও জুওনোটিক ভাইরাস বিশেষজ্ঞ ড. পিটার বেন এমবারেক বলেন, সংক্রমণ ছড়ানোর ক্ষেত্রে উহান মার্কেটের ভূমিকা অনস্বীকার্য। কিন্তু প্রকৃতপক্ষে কী হয়েছিল, এটি ভাইরাসের উৎস ছিল বা বিস্তার ছড়াতে সাহায্য করেছে অথবা আশ্চর্যজনকভাবে সেখানে শুধুমাত্র কিছু সংক্রমণ ধরা পড়েছে, তা এখনও আমরা পরিষ্কার জানি না।

তবে এ বিষয়ে চীনের ল্যাব নিয়ে যুক্তরাষ্ট্রের শক্ত অবস্থানের পর মুখ খুললো ডব্লিউএইচও। এমন সময়ে জেনেভায় এক ব্রিফিংয়ে করোনার উৎস নিয়ে প্রথমবার মুখ খুললেন বেন এমবারেক।

তিনি জানান, ২০১২ সালে সৌদি আরব ও মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া মার্স (মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম) ভাইরাসের উৎস হিসেবে উটকে শনাক্ত করতে গবেষকদের এক বছর লেগে গিয়েছিল। সে হিসাবে নভেল করোনা ভাইরাসের উৎস শনাক্তে এখনও খুব বেশি দেরি হয়নি।

বলেন, এটা এখনও স্পষ্ট বলা যাচ্ছে না যে, জীবজন্তুদের থেকেই ওই বাজারের ক্রেতা বা বিক্রেতাদের শরীরে ভাইরাস ছড়িয়েছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *