fbpx
হোম বিনোদন এখন থেকে ইউটিউবে বাংলা ডাবিংয়ে ‘সুলতান সুলেমান’
এখন থেকে ইউটিউবে বাংলা ডাবিংয়ে ‘সুলতান সুলেমান’

এখন থেকে ইউটিউবে বাংলা ডাবিংয়ে ‘সুলতান সুলেমান’

0

২০১৫ সালের ১৮ নভেম্বর তুরস্কের জনপ্রিয় ধারাবাহিক ‘সুলতান সুলেমান’ দিয়ে যাত্রা শুরু করেছিল টেলিভিশন চ্যানেল দীপ্ত। বলা বাহুল্য, এর হাত ধরেই তুঙ্গস্পর্শী জনপ্রিয়তা পায় টিভি চ্যানেলটি।

প্রায় সাতশ বছর ধরে তুরস্কের অটোম্যান সাম্রাজ্যের রাজত্ব ছিল পৃথিবীজুড়ে। এই সাম্রাজ্যের স্বর্ণযুগ ছিল সুলতান সুলেমানের নেতৃত্বে ষোড়শ থেকে সপ্তদশ শতাব্দী। ক্ষমতার টানাপড়েনে অটোম্যান সাম্রাজ্যের ষড়যন্ত্রে, গুপ্তহত্যা, ভাই হত্যা, সন্তান হত্যা এবং দাস প্রথার অন্তরালের কাহিনি নিয়ে নির্মিত হয়েছে এই মেগা-সিরিয়াল।

এখানে জীবন্ত হয়ে উঠেছে সুলতানকে প্রেমের জালে আবদ্ধ করে, এক সাধারণ দাসীর সম্রাজ্ঞী হয়ে ওঠার কাহিনি। যার প্রতিদ্বন্দ্বী ছিলেন সুলেমানের প্রথম প্রেম মাহিদেভ্রান সুলতান, সুলেমানের মা আয়েশা হাফসা সুলতানা, সুলতানের বাল্যবন্ধু এবং পরবর্তীতে সাম্রাজ্যের প্রধান উজির ইব্রাহিম পাশা।

এই সিরিজটি নিয়ে নতুন উদ্যোগ নিয়েছে তারা। দীপ্ত জানালো, ‘সুলতান সুলেমান’ এখন থেকে দেখা যাবে তাদের ইউটিউব চ্যানেলে। এছাড়া টিভি পর্দাতেও পুনঃপ্রচার করবে তারা। আজ থেকে এই আয়োজন শুরু হচ্ছে।

দীপ্ত জানায়, টিভিতে রাত ১০টায় এবং ইউটিউব চ্যানেলে রাত ১১টায় প্রচারিত হবে ‘সুলতান সুলেমান’। মোট ৩৮০টি পর্ব দেখানো হবে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *