fbpx
হোম আন্তর্জাতিক এই বিজয় আমাদের সবার: জাবিহুল্লাহ মুজাহিদ
এই বিজয় আমাদের সবার: জাবিহুল্লাহ মুজাহিদ

এই বিজয় আমাদের সবার: জাবিহুল্লাহ মুজাহিদ

0

আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার করে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে দেশটিতে দীর্ঘ ২০ বছরের যুদ্ধের সমাপ্তি ঘটলো। রাতে মার্কিন বাহিনী চলে যাওয়ার পরই বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। এটিকে আফগানিস্তানের বিজয় হিসেবে বর্ণনা করেছেন গোষ্ঠীটির প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।

বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রাতে মার্কিন বাহিনী চলে যাওয়ার পরই কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেয় তালেবান। আজ মঙ্গলবার সকালে সেখানে পৌঁছেছেন তালেবান নেতারা। তারা বিমানবন্দরের রানওয়েতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এ সময় তালেবানের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, ‘আফগানিস্তানকে অভিনন্দন। এই বিজয় আমাদের সবার।’

‘পুরো বিশ্ব এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা ভালো সম্পর্ক চাই। আমরা তাদের সঙ্গে সুন্দর কূটনৈতিক সম্পর্ককে স্বাগত জানাই।’ যোগ করেন তিনি।

এর আগে মার্কিন বাহিনীর সর্বশেষ ফ্লাইটটি চলে যাওয়ার পরপরই তালেবান সদস্যরা কাবুল বিমানবন্দরে হেঁটে হেঁটে প্রবেশ করেছেন। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে এমনটাই দেখা গেছে। তবে ভিডিওর সত্যতা নিরপেক্ষভাবে নিশ্চিত করতে পারেনি বিবিসি।

ভিডিওতে দেখা গেছে, একদল মানুষ (তালেবান যোদ্ধা বলে মনে করা হচ্ছে) বিমানবন্দরের ভেতরে বিভিন্ন স্থানে হাঁটছেন। সেখানে তারা কী কী করছেন সেটাও বর্ণনা করা হয়েছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *