fbpx
হোম আন্তর্জাতিক উহানে আটকেপড়া ৩২৪ ভারতীয়কে ফিরিয়ে আনা হয়েছে
উহানে আটকেপড়া ৩২৪ ভারতীয়কে ফিরিয়ে আনা হয়েছে

উহানে আটকেপড়া ৩২৪ ভারতীয়কে ফিরিয়ে আনা হয়েছে

0

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ছড়ানো চীনের উহান শহরে আটকেপড়া ৩২৪ ভারতীয়কে দেশে ফিরিয়ে নেয়া হয়েছে। এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমানে তাদের ফিরিয়ে নেয়া হয়। বিশেষ ওই বিমানে দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালের পাঁচজন চিকিৎসক ছাড়াও এয়ার ইন্ডিয়ার একজন প্যারামেডিক সদস্য ছিলেন। শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে বিমানটি ভারতে পৌঁছায়।

এনডিটিভি জানায়, আক্রান্ত কোনো যাত্রীর কারণে অন্য যাত্রী, পাইলট ও কেবিন ক্রুরা যাতে ভাইরাসটি সংক্রমিত হওয়ার উচ্চ ঝুঁকিতে না পড়েন এ জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চীনের উহান থেকে দেশে ফিরিয়ে আনা শিক্ষার্থীদের নানাভাবে স্বাস্থ্য পরীক্ষা করা হবে। তাদের প্রত্যেকেই রাজধানীয় দিল্লির অদূরের মানেশর নামক এলাকার একটি বিশেষ কেন্দ্রে আলাদা করে রাখা হবে।

ভারতীয় দূতাবাস এক টুইট বার্তায় জানিয়েছে, ভারতীয় ৩২৪ জন নাগরিককে নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইট স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতে ভারতের উদ্দেশে যাত্রা করে। যাত্রীদের মধ্যে বেশিরভাগ ভারতীয় শিক্ষার্থী। উহান থেকে নিরাপদে দেশে ফেরানোর জন্য বিশেষ ফ্লাইটের বিষয়ে সাহায্য করায় চীন সরকারকে ধন্যবাদ।

চীন থেকে আজ আরও একটি বিশেষ বিমান ভারতে পৌঁছার কথা রয়েছে।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫৯ জনে। শুধু চীনেই এ ভাইরাসে আক্রান্ত হযেছেন ১১ হাজার ৭৯১ জন। বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৯৪৩ জন। নতুন করে প্রাণঘাতী এ ভাইরাসটি ছড়িয়েছে যুক্তরাজ্য ও রাশিয়ায়।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *