fbpx
হোম রাজনীতি ইশরাকের গ্রেফতার নিয়ে যা বললেন ফখরুল
ইশরাকের গ্রেফতার নিয়ে যা বললেন ফখরুল

ইশরাকের গ্রেফতার নিয়ে যা বললেন ফখরুল

0

যখনই বিরোধী দল কর্মসূচি নিয়ে মাঠে নামছে, তখন তাদের বিরুদ্ধে মামলা-হামলা ও গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তিনি বলেন, কিছু দিন আগে দেখেছেন বাম জোট যে কর্মসূচি দিয়েছিল, সেখানেও একইভাবে তারা মামলা দিয়েছে, গ্রেফতার করেছে, মারপিঠ করেছে। গত ৬ তারিখ ইশরাক হোসেন যাকে ঢাকার লোকেরা জনতার মেয়র বলেন তিনি দ্রব্যমূল্যের প্রতিবাদে মতিঝিলে লিফলেট বিতরণ করছিলেন। সেই সময়ে তাকে বিনা উসকানিতে গ্রেফতার করা হয়, সেখানে অনেককে মারধর করা হয়, লাঠিচার্জ করা হয়।  পরবর্তী সময় তাকে যখন আদালতে নিয়ে আসা হয়, সেখানেও বিএনপির নেতাকর্মীদের ওপর গুলিবর্ষণ, টিয়ারশেল নিক্ষেপ করা হয়, নির্যাতন করা হয়।

শুক্রবার সকালে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, দেখুন ওইখানে ছিল একেবারে স্বল্পসংখ্যক লোকজন  ২০-০ জন হতে পারে। এখন তারা (পুলিশ) মামলা দিয়েছে ৮৮ জনের বিরুদ্ধে। এরা কারা? এই ৮৮ জন হচ্ছেন মহানগর দক্ষিণের নেতা। থানার প্রেসিডেন্ট, সেক্রেটারির বিরুদ্ধে মামলা দিয়েছে। উদ্দেশ্যটা কী? সেই আগের মতোই স্টাইল। একজন ওমরায় আছেন চকবাজার থানার সেক্রেটারি (আনোয়ার পারভেজ বাদল), একজন আইনজীবী আছেন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *