fbpx
হোম আন্তর্জাতিক ইরানে পৌঁছেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
ইরানে পৌঁছেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

ইরানে পৌঁছেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

0

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগানের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনা করতে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, পুতিনকে বহনকারী বিমানটি মঙ্গলবার ইরানের স্থানীয় সময় সন্ধ্যায় রাজধানী তেহরানে অবতরণ করে।

এ সফরের অফিসিয়াল বিষয় হলো সিরিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা।

তবে সিরিয়া ছাড়াও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও বিশ্বের বর্তমান পরিস্থিতি নিয়ে তিন নেতা আলোচনা করবেন।

রুশ প্রেসিডেন্ট পুতিন তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে আলাদাভাবে একটি দ্বিপক্ষীয় বৈঠক করবেন। কৃষ্ণ সাগরের বন্দরে আটকে থাকা ইউক্রেনের শস্য কিভাবে বের করা হবে সে বিষয়টি নিয়ে কথা বলবেন পুতিন-এরদোগান।

ভোরের স্বপ্নে বাঁচতে ক্লিক করুন https://www.youtube.com/watch?v=D1E9PoWnLVw

এদিকে এর আগে সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় ইরানে যান তুরস্কের প্রেসিডেন্ট। তিনি মঙ্গলবার সকালে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে দেখা করেন। এরপর তারা যান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনির বাসভবনে।

গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানকে খামেনি উপদেশ দিয়েছেন তিনি যেন সিরিয়ায় কোনো সামরিক অভিযান পরিচালনা না করেন। কারণ এতে করে সিরিয়া, তুরস্ক এবং এ অঞ্চলের ক্ষতি হবে।

সূত্র: আল জাজিরা

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *