fbpx
হোম অনুসন্ধান অপরাধবার্তা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বখাটেদের হামলায় আহত ১০ শিক্ষার্থী
ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বখাটেদের হামলায় আহত ১০ শিক্ষার্থী

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বখাটেদের হামলায় আহত ১০ শিক্ষার্থী

0

মাদারীপুরের শিবচরে কলেজছাত্রীদের ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বখাটেদের হামলায় আহত হয়েছে অন্তত ১০ শিক্ষার্থী। মঙ্গলবার (২৬ মার্চ) দুপুর ১২টার দিকে শিবচর পৌরসভার হাতির বাগান মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—স্বর্ণালী আক্তার, শিফা আক্তার, মাকসুদা, সজিব খান, তানভীর রায়হান, সজিব শেখ, বিয়াদুল ইসলাম প্রমুখ। আহতরা সবাই শিবচর উপজেলার দত্তপাড়া এলাকার ইলিয়াস আহম্মেদ চৌধুরী কলেজের শিক্ষার্থীরা।
আহত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান যোগদান শেষে নিজ নিজ এলাকায় ফিরছিলেন ইলিয়াস আহম্মেদ চৌধুরী কলেজের শিক্ষার্থীরা। এসময় শিবচর পৌরসভার হাতির বাগান মাঠ এলাকায় গেলে আকাশ, তামিম, শুভ নামে বেশ কয়েকজন বখাটে ওই কলেজের শিক্ষার্থীদের ইভটিজিং করে। এর প্রতিবাদ করায় আকাশের নেতৃত্বে কলেজের শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা চালানো হয়। এতে আহত হয় অন্তত ১০ জন। তাদের মধ্যে কয়েকজনকে ভর্তি করা হয়েছে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এ ঘটনায় এখনও কাউকেই আটক করতে পারেনি পুলিশ।
শিক্ষার্থী সেজুতি মন্ডল জানায়, প্রথমে মেয়েদের উত্যক্ত করে। এর প্রতিবাদ করায় হামলা চালায়।
আহত সজিব খান জানায়, নন্দকুমার ইনস্টিটিউটের শিক্ষার্থী আকাশের নেতৃত্বেই এ হামলা চালায় তারা। এর সুষ্ঠু বিচার চাই।
শিবচর থানার ওসি সুব্রত গোলদার বলেন, দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। থানায় এখনও কেউ অভিযোগ দেয়নি।

 

 

 

ইত্তেফাক

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *