fbpx
হোম বিনোদন ইতিহাস বিকৃতির দায়ে ইউটিউব থেকে সরানো হলো ‘বীর সৈনিক’
ইতিহাস বিকৃতির দায়ে ইউটিউব থেকে সরানো হলো ‘বীর সৈনিক’

ইতিহাস বিকৃতির দায়ে ইউটিউব থেকে সরানো হলো ‘বীর সৈনিক’

0

প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত একটি সিনেমা ‘বীর সৈনিক’। অনলাইন মাধ্যম ইউটিউবে প্রকাশ করা এই বাংলাদেশি সিনেমার বিরুদ্ধে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে ইতিহাস বিকৃতির অভিযোগ উঠেছে।

ইউটিউব চ্যানেল এসআইএস মিডিয়ার এম. এন ইস্পাহানি ও লাভা মুভিজের মো. জাহাঙ্গীরের বিরুদ্ধে অভিযোগ করেছেন সাংবাদিক ও নাট্যনির্মাতা মাকসুদুল হক ইমু।

এটি মুক্তি পেয়েছে ২০০৩ সালে। ছবিতে অভিনয় করেছেন মান্না, মৌসুমী ও হুমায়ুন ফরীদি। এটির ইউটিউব কন্টেন্ট স্বত্বাধিকারী এসআইএস মিডিয়ার কর্ণধার এম এন ইস্পাহানি। যিনি চিত্রপরিচালক ইস্পাহানি আরিফ জাহান নামে খ্যাত। এই দুই অভিযুক্তসহ লাভা মুভিজের মো. জাহাঙ্গীরকে আইনি নোটিশ দিয়েছেন অভিযোগকারী ইমু। তার পক্ষে ৩ সেপ্টেম্বর নোটিশ পাঠিয়েছেন আইনজীবী মোস্তফা কামাল মুরাদ।

সিস মিডিয়ার কর্ণধার এমএন ইস্পাহানি আরিফ জাহান বেশ কিছু গণমাধ্যমে বলেন, ছবিটি আপলোড হওয়ার আগে তাতে কী ছিল আমি দেখিনি। আমি নিজে বঙ্গবন্ধুর আদর্শের লোক। আমি শুধু ছবিটির স্বত্ব কিনেছি। জানতাম না এখানে বিতর্কিত বিষয় আছে। আইনি নোটিশ পাওয়ার পর আমরা সেটি ইউটিউব থেকে সিরিয়ে দিয়েছি। প্রয়োজনীয় সংশোধন আনা হবে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *