fbpx
হোম রাজনীতি আ.লীগের মনিটরিং সেল গঠন,ঘূর্ণিঝড় ‘সিত্রাং’
আ.লীগের মনিটরিং সেল গঠন,ঘূর্ণিঝড় ‘সিত্রাং’

আ.লীগের মনিটরিং সেল গঠন,ঘূর্ণিঝড় ‘সিত্রাং’

0

ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ পরবর্তী ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তার জন্য মনিটরিং সেল গঠন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।  ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক জরুরী সভা শেষে মনিটরিং সেল গঠন করা হয়। ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ পরবর্তী ক্ষতিগ্রস্তদের সহায়তায়  দলটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির নেতৃত্বে একাধিক টিম প্রস্তুত রাখা হয়েছে।

বিষয়টি আমার সংবাদকে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী।

তিনি বলেন, সরকারের পাশাপাশি ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ মোকাবিলায় আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা কাজ করছে। একই সাথে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির নেতৃত্বে একাধিক টিম প্রস্তুত রাখা হয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে সভায় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ.ফ. ম বাহাউদ্দিন নাছিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ,  মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাড. মৃণাল কান্তি দাস, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শ্রী সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান ও কার্যনির্বাহী সদস্য আনিসুর রহমান প্রমুখ।  সভা থেকে উপকূলবর্তী জেলার নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করা হয়।

ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ পরবর্তী ক্ষতিগ্রস্তদের সহায়তায় আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে মনিটরিং টিমের সাথে যোগাযোগের ফোন নম্বর- ০২-২২৩৩৬৭৮৮০, ০২-২২৩৩৬৭৮৮২, ০১৭৭৩২৬৬৬৬৬, ০১৯১৫৫৫৫৮৩০, ০১৭১১৫৮২৪৭৫।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *