fbpx
হোম ক্রীড়া আমার মেয়ে রাজনীতি বুঝেনা: গাঙ্গুলি
আমার মেয়ে রাজনীতি বুঝেনা: গাঙ্গুলি

আমার মেয়ে রাজনীতি বুঝেনা: গাঙ্গুলি

0

ভারতে সংশোধিত এনআরসির প্রতিবাদ জানিয়ে ক্ষমতাসীন বিজেপিকে কটাক্ষ করে সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট দেন দেশটির ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ও সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির মেয়ে সানা।

তার এ ‘রাজনৈতিক’ পোস্ট ঘিরে উত্তাল হয়ে উঠেছে সে দেশের সোশ্যাল মিডিয়া। শেষ পর্যন্ত পরিস্থিতি সামলা দিতে মুখ খুললেন বাবা সৌরভ গাঙ্গুলি।

তিনি বলেন, সানাকে এসবে জড়াবেন না। রাজনীতি সম্পর্কে তার খুবই কম জানা আছে।

কলকাতার গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, ওই পোস্টটি সানার নিজস্ব কোনো মন্তব্য নয়, সবটাই খুশবন্ত সিংহের লেখা থেকে উদ্ধৃত।

ইনস্টাগ্রামে সেই ‘উদ্ধৃতি’ পোস্ট করেই সাড়া ফেলে দিয়েছেন সানা গাঙ্গুলি। কারণ ওই উদ্ধৃতিটা কেন্দ্রীয় সরকার, বিজেপি এবং সঙ্ঘ পরিবারকে কটাক্ষে ঠাসা।

১৮ ডিসেম্বর দুপুরে সানার ‘রাজনৈতিক’ পোস্ট সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে। যদিও পরে তা সরিয়ে ফেলা হয়।

কিন্তু তা যে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে, তা বুঝতে অসুবিধা হয়নি সাবেক ক্রিকেট অধিনায়ক তথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির। এরপরই ময়দানে নামেন তিনি।

টুইটে তিনি লেখেন, এই সব বিষয় থেকে সানাকে দয়া করে দূরে রাখুন। এ পোস্টটা সত্যি নয়। রাজনীতির কিছু সম্পর্কে জানার ব্যাপারে ও খুবই ছোট।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *