fbpx
হোম জাতীয় আমার নেতা-কর্মীরা জড়িত থাকলে ফুটেজ প্রকাশ করুন: নুর
আমার নেতা-কর্মীরা জড়িত থাকলে ফুটেজ প্রকাশ করুন: নুর

আমার নেতা-কর্মীরা জড়িত থাকলে ফুটেজ প্রকাশ করুন: নুর

0

দেশে ধারাবাহিকভাবে চলমান সংঘাত-সহিংসতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদসম্মেলনে এ দাবি জানান ছাত্র,যুব,শ্রমিক ও পেশাজীবি অধিকার পরিষদের সমন্বয়ক ডাকসুর সাবেক ভিপি নুরুলহক নুর।

সংবাদ সম্মেলনে নুর বলেন, গতকাল রাতে বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদ এর এক জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত নেতৃবৃন্দ দেশের চলমান সংঘাত- সহিংসতার নিন্দা ও ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে।

সভায় নেতৃবৃন্দ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি ও তিস্তার ব্যারেজের ৪৪টি গেট খুলে দেওয়াতে উদ্বেগ প্রকাশ করেন।

বৈঠকে নেতৃবৃন্দ একতরফা পানি প্রবাহ নিয়ন্ত্রন না করে ভারতকে প্রতিবেশী সুলভ আচরণের আহবান জানিয়ে তিস্তাসহ ৫৪ টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে দেশের মধ্যে জাতীয় ঐক্য সৃষ্টি ও কূটনৈতিকভাবে জোড়ালো পদক্ষেপ নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানায়।

বৈঠকে নেতৃবৃন্দ মনে করে, গত ১৩ অক্টোবর ২০২১ইং কুমিল্লা নানুয়ার দিঘীর পাড়ের পূজা মন্ডবে কুরআন অবমাননা এবং পরবর্তীতে এই ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে ছড়িয়ে পড়া সহিংসতা নিয়ন্ত্রনে ব্যর্থতার দায় সরকার ও প্রশাসন এড়াতে পারে না।

বৈঠকে নেতৃবৃন্দ চট্রগ্রামে জেএমসেন হল পূজা মন্ডবে হামলা চেষ্টার ঘটনায় প্রকৃত অপরাধীদের চিহ্নিত না করে ৬ মাস ধরে কারাগারে থাকা ৩ বিএনপি কর্মীকে পূজা মন্ডবে হামলা চেষ্টার মামলার আসামী করা ও ছাত্র-যুব অধিকার পরিষদের ৮ নেতা কর্মীকে বাসা থেকে তুলে নিয়ে টাকা দাবি এবং পরবর্তীতে মামলায় জড়িয়ে থানায় নিয়ে অমানবিক নির্যাতন করে জো্রপূর্বক ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী আদায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। ছাত্র ও যুব অধিকার পরিষদের কেউ জেএমসেন হল পূজা মন্ডবে হামলার চেষ্টায় জড়িত থাকলে সিসিটিভির ফুটেজ প্রকাশ সাপেক্ষে ব্যবস্থা নেয়ার দাবি জানায়।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *