fbpx
হোম অন্যান্য আবরার স্টাইলে ছাত্র নির্যাতন: আইআইইউসি বন্ধ ঘোষণা
আবরার স্টাইলে ছাত্র নির্যাতন: আইআইইউসি বন্ধ ঘোষণা

আবরার স্টাইলে ছাত্র নির্যাতন: আইআইইউসি বন্ধ ঘোষণা

0

দিনভর শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বুধবার রাত নয়টার মধ্যে ছাত্রদের আবাসিক হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভা এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, হঠাৎ আবাসিক হল বন্ধ ঘোষণায় বিপাকে পড়েছে হলে থাকা ছাত্ররা।

চেঞ্জ টিভিকে এবিষয়টি নিশ্চিত করেছেন শরিয়াহ অনুষদের ডিন প্রফেসর ড.শাফি উদ্দিন মাদানী।

প্রসঙ্গত, গত সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের উসমান রা. হলের আদনান নামে শরিয়াহ অনুষদের দ্বিতীয় সেমিস্টারের এক ছাত্রকে শিবির সন্দেহে মারধর করেন ছাত্রলীগ পরিচয়ধারী কয়েকজন । পরে শিক্ষকরা এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।

এর কিছুদিন আগে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের এক শিক্ষককে লাঞ্ছিত করা হয়। ভাঙচুর করা হয় বিভাগের কার্যালয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ১০ থেকে ১৫ শিক্ষার্থী এ ঘটনার সঙ্গে জড়িত। তাঁদের মধ্যে কয়েকজন বিগত দিনে কিছু বিষয়ের পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েও তাঁদের উত্তীর্ণ করানোর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চাপ দিয়ে আসছিল। এ ঘটনার সূত্রেই ওই শিক্ষককে লাঞ্ছিত করেন তাঁরা।

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *