fbpx
হোম আন্তর্জাতিক আজ শুরু হতে পারে রোহিঙ্গা প্রত্যাবাসন
আজ শুরু হতে পারে রোহিঙ্গা প্রত্যাবাসন

আজ শুরু হতে পারে রোহিঙ্গা প্রত্যাবাসন

0

সব কিছু ঠিক থাকলে আজ শুরু হতে পারে রোহিঙ্গা প্রত্যাবাসন। এ জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম।

এরই মধ্যে প্রত্যাবাসনের জন্য তালিকাভুক্ত রোহিঙ্গাদের সাক্ষাৎকার গ্রহণ শেষ করেছেন UNHCR ও শরণার্থী ক্যাম্পের কর্মকর্তারা।

গেলো দু’দিনে মিয়ানমারের ছাড়পত্র পাওয়া ২শ ৩৫টি পরিবারের প্রধানদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়।

তবে এ প্রক্রিয়ায় কাউকে জোর করা হয়নি বলে জানিয়েছেন প্রত্যাবাসন কমিশনার। ৩ হাজার ৪শ’ ৫০ জন রোহিঙ্গা মিয়ানমারে ফেরার ছাড়পত্র পেলেও আজ কতজন ফেরত যাবেন সে বিষয়ে নির্দিষ্ট কোরে জানানো হয়নি।

তবে ৮টি গাড়ি প্রস্তুত রাখার পাশাপাশি ও টেকনাফ থেকে ঘুমধুম ট্রানজিট ঘাট পর্যন্ত সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *