fbpx
হোম জাতীয় আগামী সেপ্টেম্বর পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ থাকবে: প্রধানমন্ত্রী
আগামী সেপ্টেম্বর পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ থাকবে: প্রধানমন্ত্রী

আগামী সেপ্টেম্বর পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ থাকবে: প্রধানমন্ত্রী

0

করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ রাখার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার গণভবনে রাজশাহী বিভাগের জেলাগুলোর সঙ্গে করোনা মোকাবেলায় করণীয় নিয়ে ভিডিও কনফারেন্সেও সময় এমনটা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সরকার মানুষের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। একই সাথে অর্থনৈতিতে যে বড় ধাক্কা সেটা কাটিয়ে উঠারও চেষ্টা চলছে।

তিনি জানান, যারা ঋণ নিয়ে ব্যবসা করছে তাদের চিন্তা করার কারণ নেই; এ ব্যাপারে অর্থমন্ত্রীর সাথে আলাপ করার কথাও বলেন তিনি। দুর্যোগ আসতেই পারে; এখন বিশ্বব্যাপী এই অবস্থা বিরাজ করছে। তাই ভয় পাবার কিছু নেই।

এসময় তিনি শেরপুরের ভিক্ষুক নজিম উদ্দীনের প্রসঙ্গ টেনে বলেন, এমন দুর্দিনে তার আত্মত্যাগ অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

সকাল ১০টায় শুরু হওয়া এই ভিডিও কনফারেন্সে বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, পাবনা, রাজশাহী এবং সিরাজগঞ্জ জেলার জেলা প্রশাসক ও পু‌লিশ বা‌হিনী, সি‌ভিল সার্জন, নার্স, রাজনৈ‌তিক ব‌্য‌ক্তি, সেনাসদস‌্য, মস‌জিদের ইমাম, শিক্ষকসহ বি‌ভিন্ন পেশাজীবীর সঙ্গে করোনা প‌রি‌স্থি‌তি ও ত্রাণ বিতরণ নিয়ে মত‌বি‌নিময় করছেন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *