fbpx
হোম ক্রীড়া আগামী বছর মেসির সঙ্গে খেলবোই : নেইমার
আগামী বছর মেসির সঙ্গে খেলবোই : নেইমার

আগামী বছর মেসির সঙ্গে খেলবোই : নেইমার

0

ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে জোড়া গোল করে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির নকআউটের স্বপ্ন বাঁচিয়ে রেখেছেন নেইমার। ম্যাচের পর ইএসপিএনের সঙ্গে তার আলাপনে এমন এক কথা উঠে এসেছে, তাতে নতুন চোরাস্রোত বইতে শুরু করার কথা ফরাসি ক্লাবটির কর্তাদের মনে। সাক্ষাৎকারে পুরনো কাসুন্দি নতুন করে ঘেঁটেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। জানিয়ে দিয়েছেন, প্রিয় বন্ধু লিওনেল মেসির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলতে চান আরও একবার।

বুধবার রাতে ম্যাচের পর ইএসপিএন থেকে জিজ্ঞেস করা হয়েছিল, মেসির সঙ্গে আরও একবার খেলার সুযোগ পেলে খেলবেন কিনা ? নেইমারের জবাবটা ছিল ইতিবাচক, ‘আমি সবচেয়ে বেশি করে যা চাই তা হল, তার সঙ্গে খেলার আনন্দ উপভোগ করা।’

কোথায় মেসির সঙ্গে আবার পুনর্মিলন হবে? এই কথার উত্তরে হেঁয়ালি মিশে ছিল নেইমারের, ‘সে চাইলে আমার জায়গায় খেলতে পারে, আমার এতে কোনো আপত্তি নেই। তবে এটা নিশ্চিত, আগামী বছর আমরা একসঙ্গে খেলবোই।’

নেইমারের শেষ কথাতে রসদ আছে যত জল্পনা-কল্পনার। তার এমন কথার অর্থ হতে পারে দুটো। প্রথমত, ২০১৭ সালে পিএসজি যাওয়ার পরপরই তাকে ফেরানোর ব্যাপারে বার্সার চেষ্টার কমতি নেই। ৩৩ বছর বয়সী মেসির যোগ্য বিকল্প হিসেবে ২৮ বছর বয়সী ফরোয়ার্ডকে ফের ন্যু ক্যাম্পে আনার ইচ্ছাটা বার্সা গোপন রাখেনি কখনোই।

দ্বিতীয় অর্থটা হতে পারে বার্সার জন্য বেশ রোমহর্ষক। বায়ার্ন মিউনিখের কাছে গত চ্যাম্পিয়ন্স লিগে ৮-২ গোলে বিধ্বস্ত হওয়ার পর ন্যু ক্যাম্প ছাড়তে চেয়েছিলেন মেসি। তখন তাকে পাওয়ার জন্য ম্যানসিটির সঙ্গে লড়াইয়ে ছিল পিএসজিও। চলতি মৌসুমে বার্সার সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে আর্জেন্টাইন মহাতারকার। এমনও হতে পারে, সেই চুক্তি শেষে প্যারিসে নেইমারের সঙ্গে পুনর্মিলিত হতে পারেন বার্সা অধিনায়ক !

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *