fbpx
হোম রাজনীতি আওয়ামী লীগ নয়, দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি: রিজভী
আওয়ামী লীগ নয়, দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি: রিজভী

আওয়ামী লীগ নয়, দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি: রিজভী

0

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাণ্যিজ্যমন্ত্রী গত পরশু বলেছেন— ‘দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়ে সরকারের কিছুই করার নেই’। বাণিজ্যমন্ত্রীর বক্তব্যে বোঝা যায়— দেশ চালাচ্ছে না আওয়ামী লীগ, আপনাদের কিছুই করার নেই তা হলে দেশ চালায় কে? দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি?

তিনি বলেন, মাঝে মাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে এ অদৃশ্য শক্তিধরদের বক্তব্য পাওয়া যায়। বাণিজ্যমন্ত্রীর বক্তব্য দুর্নীতির পক্ষে জোরালো সাফাই ছাড়া কিছু নয়। কর্মহীনতা, অর্ধাহার, অনাহারক্লিষ্ট দেশবাসীর প্রতি এটি মন্ত্রীর নিষ্ঠুর রসিকতা।

রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন—বিএনপি পাঁচ বছরের ক্ষমতাকালে দেশকে ৫০ বছর পিছিয়ে দিয়েছিল। কিন্তু আওয়ামী লীগ কোন দিক দিয়ে এগিয়েছে সেটির কিছুই বলেননি। আওয়ামী সরকার দেশকে যে পেছনের দিকে এগিয়ে নিয়ে গেছে, সে বিষয়ে কিছুই বলেননি। ভোটারবিহীন নির্বাচন আর নিশিরাতের নির্বাচন করে গণতন্ত্র হত্যার মাধ্যমে ইয়াহিয়া-টিক্কার মডেলের শাসকদের উপদেষ্টার মুখে এমন কথাই মানায়।

রিজভী বলেন, তিনি বিএনপি আমলের দলীয়করণের কথা বলেছেন। অথচ বর্তমানে দলীয়করণের মাধ্যমে প্রশাসনকে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, বিচার বিভাগে দলীয় লোক বসিয়ে বিচার ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। সরকারের ইচ্ছার বিরুদ্ধে রায় দিলে সেই বিচারককেও দেশান্তরিত হতে হয়। আওয়ামী শাসনে ‘ফরমায়েসি রায়’ এখন বিচার বিভাগের রেওয়াজে পরিণত হয়েছে।

তিনি দাবি করেন, আওয়ামী লীগ সরকার গত ১২ বছরে দেশের মানুষকে গরিব বানিয়ে দিয়েছে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছে। পাল্লা দিয়ে বেড়েছে অপঘাতে মৃত্যুর সংখ্যা।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *