fbpx
হোম জাতীয় আওয়ামী লীগ নেতার হাতে নারী এমপি লাঞ্ছিতের ঘটনায় তদন্ত কমিটি
আওয়ামী লীগ নেতার হাতে নারী এমপি লাঞ্ছিতের ঘটনায় তদন্ত কমিটি

আওয়ামী লীগ নেতার হাতে নারী এমপি লাঞ্ছিতের ঘটনায় তদন্ত কমিটি

0

জামালপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হোসনে আরাকে লাঞ্ছিতের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
শুক্রবার (১৮ আগস্ট) রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস ছালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তদন্ত কমিটির সদস্যরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল নাসের চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মজিবর রহমান শাজাহান, ফরিদ উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক সরকার ও সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান।
তদন্ত কমিটির প্রধান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল নাসের চৌধুরী বলেন, ১৭ আগস্টের ওই সভায় আমি উপস্থিত ছিলাম। সেখানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সেখানে এমপি হোসনে আরা মহোদয়ের গায়ে কখন হাত তোলা হয়েছে সেটা আমরা কেউ দেখি নাই। তিনি যে অভিযোগ তুলছেন সেটা যদি আমরা আগে থেকেই জানতাম তাহলে উপস্থিত ছাত্রলীগ যুবলীগসহ সকলের হাতে মোবাইল ছিল সেটা দিয়ে ভিডিও করে রাখতাম। যেহেতু আমাকে তদন্ত কমিটির প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। আমরা যথাযথ তদন্ত করে প্রতিবেদন দাখিল করবো।
উল্লেখ্য যে, বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাত ৯টার দিকে ইসলামপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা চলাকালে উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আনোয়ারুল ইসলাম নারী সংসদ সদস্য হোসনে আরাকে লাঞ্ছিত করে। ওইদিন রাত ১০টার দিকে সংসদ সদস্য হোসনে আরা তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন।

 

 

 

 

 

ইত্তেফাক

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *