fbpx
হোম জাতীয় আইএমএফের ঋণের সঙ্গে দ্রব্যমূল্য বৃদ্ধির সম্পর্ক নেই: পরিকল্পনা প্রতিমন্ত্রী
আইএমএফের ঋণের সঙ্গে দ্রব্যমূল্য বৃদ্ধির সম্পর্ক নেই: পরিকল্পনা প্রতিমন্ত্রী

আইএমএফের ঋণের সঙ্গে দ্রব্যমূল্য বৃদ্ধির সম্পর্ক নেই: পরিকল্পনা প্রতিমন্ত্রী

0

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের সঙ্গে দেশে দ্রব্যমূল্যে বৃদ্ধির কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত ‘ডিজেএফবি উন্নয়ন সংলাপে’ তিনি এসব কথা বলেন।

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, আইএমএফ ঋণ না দিলেও কিছু খাতে আমাদের ভর্তুকি কমাতে হতো এবং কিছু দ্রব্যের দাম বাড়াতে হতো। কেননা আমাদের মোট জিডিপির তুলনায় রাজস্ব আয় কম। এ ছাড়া আইএমএফ যে ঋণ দিয়েছে তা মোট জিডিপির তুলনায় খুবই কম।

তিনি আরও বলেন, আমাদের সার্বিক অর্থনীতির প্রতি আইএমএফ আস্থাশীল বলেই ঋণ দিয়েছে। ঋণ দিতে পেরে আইএমএফও খুব খুশি। পাকিস্তান এখনও আইএমএফের ঋণ পায়নি। অথচ আমরা দ্রুততম সময়েই ঋণের অর্থ পেয়েছি।

ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (ডিজেএফবি) এর সভাপতি হামিদ-উজ-জামানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাহানোয়ার সাইদ শাহীনের সঞ্চালনায় সংলাপে অংশ নেন সংগঠনটির সহসভাপতি মাসুম বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুল সাদিক, অর্থ সম্পাদক সাইদ রিপন, দপ্তর সম্পাদক এম আর মাসফি প্রমুখ।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *