fbpx
হোম আন্তর্জাতিক অভিশাপ দিচ্ছি আপনাদের খারাপ দিন আসবে: অভিনেত্রী জয়া বচ্চন
অভিশাপ দিচ্ছি আপনাদের খারাপ দিন আসবে: অভিনেত্রী জয়া বচ্চন

অভিশাপ দিচ্ছি আপনাদের খারাপ দিন আসবে: অভিনেত্রী জয়া বচ্চন

0

ভারতীয় সমাজবাদী পার্টির সাংসদ ও অভিনেত্রী জয়া বচ্চন রাজ্যসভায় তার মেজাজ হারিয়েছেন। সোমবার (২০ ডিসেম্বর) তিনি যখন মাদকদ্রব্য সংক্রান্ত বিলের ওপর আলোচনায় অংশ নিচ্ছিলেন, ঠিক তখনই একজন সদস্য ব্যক্তিগত মন্তব্য করে বসেন। এর পরই রাগান্বিত হয়ে ওঠেন জয়া বচ্চন। খবর প্রকাশ করেছে এনডিটিভি।

অধিবেশনের সভাপতিত্ব করা ভুবনেশ্বর কালিথাকে উদ্দেশ করে জয়া বচ্চন বলেন, ‘আমরা বিচার চাই। আমরা সেখান (ট্র্যাজারি বেঞ্চ) থেকে ন্যায়বিচার আশা করি না। তবে আমরা কি আপনার কাছ থেকে এটি আশা করতে পারি? এই পার্লামেন্টের সদস্যদের বা বাইরে বসে থাকা ১২ জন সদস্যকে কীভাবে রক্ষা করছেন? আপনি কীভাবে তাদের রক্ষা করছেন?’

তখন সভাপতি দেখেন যে, তিনি (জয়া বচ্চন) মাদক বিল নিয়ে কথা বলছেন না এবং বলেন, দেখে মনে হচ্ছে ‘আপনি বিলটিতে আগ্রহী নন’। জবাবে বলিউড অভিনেত্রী বলেন, ‘এখন আমার কথা বলার সময়। করণিক ত্রুটি নিয়ে আলোচনার জন্য আমরা তিন থেকে চার ঘণ্টা সময় দিয়েছি।’

এ সময় আশপাশের সদস্যরা উচ্চস্বরে প্রতিবাদ করেন। সঙ্গে সঙ্গে অভিনেত্রী থেকে রাজনীতিবিদ হওয়া জয়া বচ্চন ট্রেজারি বেঞ্চগুলোকে লক্ষ্য করে বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, ‘কি হচ্ছে এসব? এটা ভয়ানক। আপনাদের খারাপ দিন আসবে।’

বিজেপি সাংসদ রাকেশ সিনহা যখন পয়েন্ট অফ অর্ডার উত্থাপন করেন, তখন তাকে লক্ষ্য করে সভাপতির কাছে অভিযোগ তোলেন। এর পরই মৌখিক তর্ক শুরু হয়। মিসেস বচ্চন তার বিরুদ্ধে ব্যক্তিগত মন্তব্য করার অভিযোগ এনে সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন। তখন সভাপতি ভুবনেশ্বর কালিথা বলেন, ‘লড়াই করার ইচ্ছা থাকলে এখানে নয়। আমি খুবই দুঃখিত, পরবর্তী বক্তাকে ডাকছি।’

এরপরই জয়া বচ্চন বলেন, ‘সংসদে বসে তারা কীভাবে ব্যক্তিগত মন্তব্য করতে পারে? এটা খুবই দুঃখজনক যে, সহকর্মীদের জন্য আপনাদের যথেষ্ট শ্রদ্ধা বা সম্মান নেই? আপনাদের খারাপ দিন আসবে, আমি অভিশাপ দিচ্ছি।’

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *