fbpx
হোম অন্যান্য অনুষ্ঠিত হলো চট্টগ্রাম দক্ষিণ জেলা মানবাধিকার কমিশন সম্মেলন-২০১৯
অনুষ্ঠিত হলো চট্টগ্রাম দক্ষিণ জেলা মানবাধিকার কমিশন সম্মেলন-২০১৯

অনুষ্ঠিত হলো চট্টগ্রাম দক্ষিণ জেলা মানবাধিকার কমিশন সম্মেলন-২০১৯

0

বাংলাদেশ মানবাধিকার কমিশন- BHRC চট্টগ্রাম দক্ষিণ জেলা মানবাধিকার সম্মেলন ৩ নভেম্বর ২০১৯ রোজ রবিবার সকাল ১১ঃ৩০ মিনিটে চট্টগ্রাম শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

BHRC’র ডেপুটি গভর্নর এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি অজিত কুমার দাস এর সভাপতিত্বে, চট্টগ্রাম দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক মুনিরুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মফিজুর রহমান । সম্মেলন উদ্বোধন করেন BHRC’র প্রতিষ্ঠাতা ও সেক্রেটারী জেনারেল ড. সাইফুল ইসলাম দিলদার। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র হাসান মাহমুদ হাসনী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ডেপুটি গভর্নর আমিনুল হক বাবু, আইন কলেজের অধ্যাপক জাহাঙ্গীর আলম, BHRC’র চট্টগ্রাম বিভাগীয় গভর্নর সেতারা গাফফার, BHRC চট্টগ্রাম অঞ্চল এবং চট্টগ্রাম মহানগরের দায়িত্বপ্রাপ্ত গভর্নর সৈয়দ সিরাজুল ইসলাম কমু।ঢাকা মহানগর গভর্নর সিকান্দার আলী জাহিদ, চট্টগ্রাম আঞ্চলিক সমন্বয়কারী মোঃ জসিম উদ্দিন, বিশেষ প্রতিনিধি গোলাম কিবরিয়া।

যেখানে মানবাধিকার লংঘন হবে সেইখানে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে ঘোষণা দেন বক্তারা। এবং সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলার অধিভুক্ত BHRC সকল থানা শাখার নেতৃবৃন্দরা। এতে প্রায় দুইশতাধিক মানবাধিকার কর্মীগণ যোগ দেন। আজ জেল হত্যা দিবস উপলক্ষে এক মিনিট নিরবতা পালন করা হয়।

Like
Like Love Haha Wow Sad Angry
2

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *