fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

রবিবার, ৩১শে মে, ২০২০; ১৭ই জ্যৈষ্ঠ, ১৪২৭; ৬ই শাওয়াল, ১৪৪১
হোম অন্যান্য ২,১৩১ টাকায় ‘প্রাজোসিন’ সেবনে বাঁচবে করোনা রোগী !
২,১৩১ টাকায় ‘প্রাজোসিন’ সেবনে বাঁচবে করোনা রোগী !

২,১৩১ টাকায় ‘প্রাজোসিন’ সেবনে বাঁচবে করোনা রোগী !

0

করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে সারা বিশ্বে শনাক্ত হয়েছে ৫২ লাখ ১৪ হাজার ১৯ জন এবং প্রাণহানি ঘটেছে অন্তত তিন লাখ ৩৪ হাজার নয়শ ৯৭ জনের।

গবেষকরা চেষ্টা করছেন করোনার টিকা এবং আক্রান্তদের চিকিৎসার ওষুধ উদ্ভাবনের। কিন্তু এখন পর্যন্ত করোনা ভাইরাসের টিকা কিংবা চিকিৎসার ওষুধ  আবিষ্কার করতে পারেননি সারাবিশ্বের কোনো বিজ্ঞানি।

বিজ্ঞানিরা বলছেন, উচ্চ রক্তচাপের ওষুধ করোনা রোগীর জীবন বাঁচাতে সহায়ক হবে। সেই ওষুধটির নাম `প্রাজোসিন।’

করোনা আক্রান্ত হয়ে যেসব রোগী একেবারে গুরুতর হয়ে পড়ছেন, এই ওষুধ ব্যবহারে তাদের জীবনের ঝুঁকি কমে যেতে পারে। আর প্রাজোসিন এক মাস ধরে খেতে খরচ পড়বে মোট দুই হাজার একশ ৩১ টাকা।

যুক্তরাষ্ট্রের গবেষকরা বলছেন, সে দেশের তৈরি ওষুধ রেমডেসিভির করোনায় কাজে দিচ্ছে। গবেষকরা আরো বলছেন, রেমডেসিভিরের সঙ্গে এইচআইভি’র ওষুধ ব্যবহারে করোনা রোগী সেরে উঠছে। এইচআইভির ওষুধ ও রেমডেসিভির একসঙ্গে ব্যবহার করলেও কিছু রোগীর হার্টের সমস্যা গুরুতর হয়ে যাচ্ছে। ফলে রক্ত জমাট বাঁধা ও রক্ত স্বাভাবিক থাকার  সমস্যা কাটাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।