fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

শনিবার, ৬ই জুন, ২০২০; ২৩শে জ্যৈষ্ঠ, ১৪২৭; ১২ই শাওয়াল, ১৪৪১
হোম অন্যান্য হাসপাতালে চেয়ার না পেয়ে নিজের কাঁধেই বসালেন অন্তঃসত্ত্বা স্ত্রীকে
হাসপাতালে চেয়ার না পেয়ে নিজের কাঁধেই বসালেন অন্তঃসত্ত্বা স্ত্রীকে

হাসপাতালে চেয়ার না পেয়ে নিজের কাঁধেই বসালেন অন্তঃসত্ত্বা স্ত্রীকে

0

স্ত্রী’ সন্তান সম্ভবা। স্বামী তাকে নিয়ে গেছেন হাসপাতালে। বসার কোনো চেয়ার পাওয়া না যাওয়ায় নিজে নিচু হয়ে চেয়ারের মতো বসে পড়েন স্বামী। আর তার ওপর বসে ছিলেন সেই নারী। হাসপাতালের ক্যামেরার ধ’রা পড়া এমন মানবিক ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

এ দম্পতি কারা তা জানা না গেলেও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো থেকে জানা যায়, চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শিচুয়ান প্রদেশের একটি হাসপাতালে এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই দম্পতি হাসপাতালে আসার পর অনেকের কাছে চেয়ার চেয়েও পাননি। পরে তার স্ত্রী’র ক’ষ্ট হচ্ছে দেখে নিজেই চেয়ারের মতো করে হাসপাতালের মেঝতে বসে পড়েন ওই স্বামী। পরে স্বামীর ঘাড়ের ওপর বসে পড়েন ওই নারী।

এ ঘটনা হাসপাতালের সার্ভিলেন্স ক্যামেরায় ধ’রা পড়ে। পরে কেউ এ ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। স্ত্রী’র প্রতি স্বামীর এমন ভালোবাসার দৃশ্য দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমের নেটিজেনরা প্রশংসায় ভাসাচ্ছেন তাকে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।