fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

শনিবার, ৬ই জুন, ২০২০; ২৩শে জ্যৈষ্ঠ, ১৪২৭; ১৩ই শাওয়াল, ১৪৪১
হোম অন্যান্য সৌদি কনসার্ট বাতিল করলেন নিকি মিনাজ
সৌদি কনসার্ট বাতিল করলেন নিকি মিনাজ

সৌদি কনসার্ট বাতিল করলেন নিকি মিনাজ

0

ব্যাপক সমালোচনার মুখে অবশেষে সৌদি আরবে কনসার্ট না করার সিদ্ধান্ত নিয়েছেন আমেরিকার গায়িকা নিকি মিনাজ।

বার্তা সংস্থা এএফপি’কে পাঠানো এক বিবৃতিতে নিকি মিনাজ বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি, জেদ্দায় ওয়ার্ল্ড ফেস্টে আমার নির্ধারিত কনসার্টে অংশ নিব না।

আগামী ১৮ জুলাই জেদ্দায় একটি কনসার্টের আয়োজন করা হয়েছিল। ওই কনসার্টে আমেরিকার গায়িকা নিকি মিনাজ পারফর্ম করবেন এমন ঘোষণা দেয়া হয়।

ঘোষণার পরপরেই বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনা শুরু হয়। নিকি মিনাজ উগ্র অশ্লীল গায়িকা হিসেবে সমালোচিত। তিনি পারফর্ম করার সময় বেশীরভাগ সময় অর্ধনগ্ন অবস্থায় থাকেন।

এধরণের একজন আমেরিকার গায়িকাকে নিয়ে মুসলমানদের পবিত্র ভূমি সৌদি আরবে কনসার্ট করার ঘোষণাকে কোনভাবেই মেনে নিতে পারেনি মুসলিম বিশ্ব।

Like
Like Love Haha Wow Sad Angry
11

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।